ওমরগণি চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে। ৯ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকেলে পূর্ব নাসিরাবাদ শাহী জামে মসজিদের পাশে মাদরাসা মাঠ প্রাঙ্গণে নাসিরাবাদ গ ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অহিদ চৌধুরী মুক্তি সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সংগঠক মো: আলী চৌধুরী সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম–১০ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু।
এ সময় প্রধান অতিথি বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। দরিদ্র ও হতদরিদ্র মানুষ, যাদের শীতবস্ত্র নেই, শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই, এখন যত দ্রুত সম্ভব এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তাই বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগ সদস্য, সৈয়দ আমিনুল হক, আতিকুর রহমান শেখ সরওর্য়াদি, আবুল হাশেম সওদাগর, নাজমুল আহছান, জসিম উদ্দিন খন্দকার, আলী আকবর, তৌহিদুল আনোয়ার সেন্টু, প্রিয়লাল গোস্বামী, হোসনে আরা বেগম, আনোয়ারুল ইসলাম নওশাদ, আবু বক্কর চৌধুরী, আজিজুল হক চৌধুরী, আবদুল হাকিম, নুরুল আলম চৌধুরী, মাহবুব আলম চৌধুরী, মোঃ ইদ্রিছ, সৈয়দ কায়নাদ মোর্শেদ, ইলিয়াস বাবলু, শাখাওয়াত হোসেন স্বপন, আবদুর রব সোহেল, শফিকুর রহমান হাবিব, হাবিবুর রহমান তারেক, মোঃ মহসিন, তৌহিদুল ইসলাম শামীম, সোহেল রানা, মনির হোসেন, জাহেদ হোসেন টিটু, সানোয়ার হোসেন নয়ন, ইয়াছিন চৌধুরী, ওমর ফারুক, আরিফুল ইসলাম মাসুম, এডভোকেট রবি, রুবেল, ইমরান শাওন, ওয়াহিম উদ্দিন, কামাল হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।