চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় শীতল ঝর্ণা খালের উপর নবনির্মিত শহীদ নগর ব্রিজ উদ্বোধন করা হয়েছে। গতকাল গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এম.পি প্রধান অতিথি হিসাবে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। সিডিএ চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ এবং বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল মুহাম্মদ সাইফুর রহমান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত এই মেগাপ্রকল্প বাস্তবায়িত হলে চট্টগ্রাম মহানগরী জলাবদ্ধতার অভিশাপ থেকে বহুলাংশে মুক্তি পাবে। তিনি সেনাবাহিনীকে প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব দেয়ায় সিডিএর ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, সেনাবাহিনী অত্যন্ত দ্রুততার সাথে প্রকল্পটি বাস্তবায়ন করছে। সিডিএর সহকারী অথরাইজড অফিসার মোহাম্মদ ওসমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিডিএ বোর্ড সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন শাহ, কে,বি,এম শাহজাহান, এম. আর. আজিম, সচিব মোহাম্মদ আনোয়ার পাশা, প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস এবং প্রকল্প পরিচালক লেঃ কর্নেল শাহ আলী ও মোহাম্মদ মাঈনুদ্দিন উপস্থিত ছিলেন।