শীতবুড়ি

অপু বড়ুয়া | বুধবার , ২২ জানুয়ারি, ২০২৫ at ৭:০২ পূর্বাহ্ণ

হিমের চাদর গায়ে দিয়ে এলো

শীতবুড়ি ঠক্‌ঠক্‌

শুকনো নদীর চরে চুপচাপ

বসে থাকে কানিবক।

পাতা ঝরে ঝরে জীর্ন শীর্ন

মন মরা গাছ গুলো

সবুজ প্রকৃতি হয়ে গেছে আজ

উদাসিন উলোঝুলো।

হাড়কাঁপা হিমে জবু থবু সব

দাদি থাকে কাঁথা মুড়ে

কুয়াশার জালে ধূসর আঁধার

ছেয়ে থাকে চারিধারে।

শীত ঠক্‌ঠক্‌ কাঁপে দাদুভাই

তবু শীতে মজা ভারী

ভোরে মউ মউ গন্ধ ছড়ায়

খেজুর রসের হাড়ি।

পূর্ববর্তী নিবন্ধটুংটাং ছড়া
পরবর্তী নিবন্ধস্বপ্ন ভাবনা