পূর্ব বাকলিয়া বলিরহাট যুবদল : চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, সরকারের দুর্নীতি, নির্যাতন, নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সকলকে এগিয়ে আসতে হবে। সরকার পতনের ঘন্টা বেজে উঠেছে। শুধু এখন ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজন। গতকাল শুক্রবার ১৮নং পূর্ব বাকলিয়া বলিরহাটে যুবদলের উদ্যোগে গরীব অসহায়দের মাঝে কম্বল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ১৮নং পূর্ব বাকলিয়া বলিরহাটে গরীব অসহায়দের মাঝে যুবদলের কম্বল বিতরণ অনুষ্ঠানে বাকলিয়া থানা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মুসার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য অধ্যাপক নুরুল আলম রাজু, নগর বিএনপির সাবেক নেতা শাহজাহান, হাসেম সওদাগর, আব্দুস সবুর, আলী ইউসুফ, মোহাম্মদ জসিম উদ্দিন, আব্দুস সাত্তার, আব্দুল্লাহ আল– সগীর, মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ আইয়ুব, মোহাম্মদ আলমগীর, সাইফুল ইসলাম নীরব, মোহাম্মদ জাহাঙ্গীর, ইয়াকুব, নাসের সওদাগর, আবুল কালাম আবু, মোহাম্মদ সেলিম, আসাদুর রহমান টিপু, ইসমাইল হোসেন লেদু, ইসহাক খান, মহিউদ্দিন রনি, মোঃ ফারুক, মো. টিপু, মোহাম্মদ ইউনুস, মোঃ মাহাবুব সিদ্দিক, মো. জাবেদ, নেজাম, মাসুম, ইলিয়াস, বাবুল, ইছহাক,ইকবাল, এরশাদ, মোহাম্মদ জাহাঙ্গীর প্রমুখ।
গরীব উল্লাহ হাউজিং সোসাইটি : ১৪নং লালখান বাজার ওয়ার্ডস্থ শাহ্ গরীব উল্লাহ হাউজিং সোসাইটির উদ্যোগে ২০০ গরিব–দুঃস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি ১৪নং লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল। এ সময় উপস্থিত ছিলেন সোসাইটি সাবেক উপদেষ্টা কামাল উদ্দিন চেয়ারম্যান, শাহ্ গরীবউল্লাহ হাউজিং সোসাইটির সভাপতি গোলাম মহিউদ্দিন বাবুল, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সভাপতি এনায়েত উল্লাহ, সোসাইটির সাধারণ সম্পাদক কাউছার উজ্জামান, পরিবেশ প্রকল্পের সভাপতি শফিক আহমেদ, সোসাইটির সহ–সম্পাদক জাফর সাদেক সোহেল, শাহজাহান বিন হোসাইন, সাংগঠনিক সম্পাদক এস এম তানভীর উদ্দিন, জাকারিয়া এন ইসলাম, সাখাওয়াত বিন মানিক, জাবের কায়সার, জহুরুল আমিন সুমন, বদিউল আলম সুমন, মোহাম্মদ ইলিয়াস, শাহিন, রিয়াজুর রহীম প্রমুখ।
অনুপ রমা বিশ্বাস ফাউন্ডেশন : অনুপ বিশ্বাস রমা বিশ্বাস ফাউন্ডেশনের পক্ষ থেকে নগরীর ৩৪নং পাথরঘাটা ওয়ার্ডের ১ হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল ও মাস্ক বিতরণ করা হয়। এ উপলক্ষে পাথরঘাটা একটি কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন সাধন রঞ্জন চৌধুরী। এতে সভাপতির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রমা ফাউন্ডেশনের কর্ণধার অনুপ বিশ্বাস, সমাজসেবী ত্রিদিব দাশ দোলন, টুন্টু দাশ, অজয় দাশ, রাজীব, বাপ্পা, শুভ, আলমগীর, প্রভাস, জহির প্রমুখ।
বোয়ালখালী উপজেলা পরিষদ : বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের কর্মকর্তাদের হাতে উপজেলা/পৌর এলাকার বিভিন্ন বৌদ্ধ মন্দির/বিহারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার কম্বল দিলেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার। ২৮ জানুয়ারি উপজেলা নির্বাহী অফিসার কার্যাালয়ে বোয়ালখালীর ১৩টি বৌদ্ধ পল্লীর বিভিন্ন বিহারে অবস্থান রত ভিক্ষু/শ্রমন/সেবকদের জন্য এ কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন– উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের মো. নুরুন নবী, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রতিষ্ঠা উদ্যোক্তা সাংবাদিক অধীর বড়ুয়া, সভাপতি দুলাল কান্তি বড়ুয়া, সহ–সভাপতি ঝিন্টু বড়ুয়া, সাধারণ সম্পাদক পল্টু কান্তি বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রাহুল বড়ুয়া, সহ সম্পাদক শীলব্রত বড়ুয়া ছোটন, কার্যকরি সদস্য আশুতোষ বড়ুয়া চৌধুরী, সদস্য চন্দন বড়ুয়া, প্রদীপ বড়ুয়া, বোয়ালখালী উপজেলা মহিলা আওয়ামী লীগ সহ–সভাপতি ইলা বড়ুয়া।
আমরা করবো জয় : আমরা করবো জয় সামাজিক সংগঠনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। গত বৃহস্পতিবার ১৯নং ওয়ার্ড দক্ষিণ বাকলিয়া এলাকায় কম্বল বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন, আমরা করবো জয় সামাজিক সংগঠনের আহবায়ক ইফতেখার আলম জাহেদ, যুগ্ম আহবায়ক এড. জি.এম. জাহেদ হোসেন, সদস্য মোর্শেদ আলী, মো. ইলিয়াছ, এন কে আলম সাজ্জাদ, গাজী আবদুল মান্নান, শহীদুল ইসলাম, আবু বক্কর হারুন, জুনায়েদ চৌধুরী, খোরশেদ আলম, মো. রিপন, মোহাম্মদ আলী, রায়হান উদ্দিন, ইমরান রিয়াদ, এসএম ইয়াছিন জনি, শাহ রিয়াদ, গাজী ইমরান, কামাল উদ্দিন প্রমুখ।












