গাউসিয়া কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির ৫ম সভা গতকাল বৃহস্পতিবার আগ্রাবাদ সিএন্ডএফ টাওয়ারে অনুষ্ঠিত হয়। আহ্বায়ক মোহাম্মদ মনজুর আলমের সভাপতিত্বে সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনজুমান ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আমির হোসেন সোহেল, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস এম গিয়াস উদ্দীন (শাকের), ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কমর উদ্দীন (সবুর), নির্বাহী সদস্য ও দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, নির্বাহী সদস্য মাহমুদ নেওয়াজ, কেবিনেট মেম্বার মোহাম্মদ হোসেন খোকন, নির্বাহী সদস্য মোহাম্মদ ইলিয়াছ।
চট্টগ্রাম মহানগর আওতাধীন ওয়ার্ড পর্যায়ে গাউসিয়া কমিটির কার্যক্রম জোরদার করতে পুরাতন ওয়ার্ড কমিটিগুলোকে নতুন আঙিকে সাজিয়ে পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হয়েছে, যা পর্যায়ক্রমে প্রকাশ করা হবে। পাশাপাশি চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলার আওতাধীন উপজেলা/পৌরসভা পর্যায়ে পুনর্গঠিত কমিটিগুলো ও মহিলা শাখার কমিটিও নতুনভাবে গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। অন্যদিকে, দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের কমিটিগুলোও নবায়নের সিদ্ধান্ত হয়।
উল্লেখ্য, হুজুর কেবলার নির্দেশনা অনুযায়ী সরাসরি কেন্দ্রীয় গাউসিয়া কমিটি কর্তৃক ওসব কমিটিগুলো অনুমোদন দেওয়া হবে। এক্ষেত্রে কেন্দ্র ঘোষিত কমিটির ওপর পূর্ণ আস্থা ও সহযোগিতা প্রদানের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি হুজুর কেবলা নির্দেশনা প্রদান করেন। সভায় আরও একাধিক সাংগঠনিক সিদ্ধান্ত গৃহীত হয়। সংশ্লিষ্ট সকলের মঙ্গল কামনায় মোনাজাতের পর সভা শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।












