শিষ্টাচার মানুষের অন্যতম প্রধান গুণ

শিরিন আফরোজ | সোমবার , ২২ জুলাই, ২০২৪ at ৬:০৬ পূর্বাহ্ণ

মানবজীবনে শিষ্টাচারের গুরুত্ব অপরিসীম। মানুষের দৈনন্দিন জীবনে কথাবার্তা, চালচলন , আচরণ ও শালীনতায় শিষ্টাচারের প্রকাশ পাওয়া যায়। একজন ব্যক্তি ভদ্র কিংবা অভদ্র ,উদ্ধত নাকি শান্ত সবকিছুই ব্যক্তির আচরণে প্রকাশ পায়। সুরুচি, সৎকথা, নম্র স্বরে কথা বলা ইত্যাদির মধ্যে শিষ্টাচার বিদ্যমান ।মানব শিশু জন্মগতভাবে কোন কিছু শিখে আসে না, জন্মের পর থেকেই শুরু হয় শিক্ষা গ্রহণ। শিষ্টাচার শিক্ষার জন্য প্রতিটি মানব শিশুর পরিবারই প্রথম এবং প্রধান পাঠশালা। পরিবারের বড়দের মধ্যে শিষ্টাচারের অভাব হলে শিশুদের পক্ষে শিষ্টাচার শেখা সম্ভব হয় না। শিশুরা স্বাভাবিকভাবেই অনুকরণপ্রিয়। তাই শিশুদের চোখের সামনে যত শিষ্ট আচরণ করা যায় ততই শিশুদের আচরণে শুদ্ধতা আসে। পারিবারিক শিক্ষার পরেই আসে প্রতিটি জীবনে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা। মানব জীবনে প্রাতিষ্ঠানিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিষ্টাচার শিক্ষা দেওয়া হয়। গুরুজনদের সাথে ছাত্রছাত্রীদের আচারব্যবহার এবং সমাজের অন্যান্য ব্যক্তির সাথে আদবকায়দা কেমন হবে তা বিদ্যালয়ে শিক্ষা দেওয়া হয়, এ শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানব জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হলো ছাত্রজীবন। ছাত্রজীবনে শিষ্টাচারের মতো উত্তম আচরণ নিজ স্বাভাবে প্রতিষ্ঠা করতে পারলেই জীবন হয়ে ওঠে নান্দনিক। অন্যদিকে, অশিষ্টচারী ছাত্রছাত্রী নিজে যেমন মন্দ অন্যের জন্যও সে হয় ক্ষতিকারক ।তাদের থেকে ভালো কিছু আশা করা কঠিনতর ব্যাপার। তবে শিষ্টাচার শুধু শিক্ষা দেওয়ার বিষয় নয় একে নিজ গুণেও নিজের মধ্যে ধারণ করতে হয়, তাতেই নন্দিত ব্যক্তিত্বে আলোকিত হয় মানব জীবন।

পারিবারিক জীবনে শিষ্টাচার অপরিসীম ভূমিকা রাখে। যে পরিবারে শিষ্টাচার আছে সে পরিবারে আছে শান্তি। শিষ্টাচারের ফলে পরিবারে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হয়। পারিবারিক জীবনে যারা শিষ্টাচার চর্চা করে সমাজের অন্যান্য পরিবার তাদের ভালো মানুষ হিসেবে গণ্য করে। মানুষ প্রকৃতিগতভাবে একে অন্যের কাছ থেকে ভালো ব্যবহার ও প্রশংসা আশা করে। তাতে মানুষের সাথে মানুষের শিষ্টাচারের ফলে সমাজে বয়ে আনে সাম্য ও শান্তি। তাই পারিবারিক, সামাজিক, ছাত্রজীবন ও জীবনের প্রতিক্ষেত্রে আমাদের সকলের হাওয়া উচিত শিষ্টাচারপ্রিয়। শিষ্টাচারহীন জীবন ঔদ্ধত্যপূর্ণ অহংকারী জীবন, সে জীবনে ভদ্রতা কোন স্থান পায় না। যার মধ্যে শিষ্টাচার নেই তার আচরণে মার্জিত কিছু আশা করা বৃথা। অন্যদিকে, শিষ্টাচার অসংখ্য মানবিক গুণের সমষ্টি। শিষ্টাচারপূর্ণ জীবন মানুষকে অনেক মর্যাদার অধিকারী করে। শিষ্টাচারী জীবনের গৌরব ধারণ করতে হলে দৈনন্দিন জীবনের আচরণে সকলের শিষ্টাচারী হওয়া উচিত।

পূর্ববর্তী নিবন্ধআমি শ্রমিক
পরবর্তী নিবন্ধস্মরণ : অধ্যাপক আসহাবউদ্দিন আহমদ