শিশুরা জাতির ভবিষ্যৎ। আজকের শিশুরাই আগামী দিনের সমাজ, রাষ্ট্র ও বিশ্ব গঠনের কারিগর। কিন্তু যদি তারা সঠিক পরিচর্যা, শিক্ষা ও নৈতিকতা থেকে বঞ্চিত হয়, তাহলে সেই ভবিষ্যৎ অন্ধকারের দিকে ধাবিত হবে। আমাদের সমাজে এখনও শিশুরা তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। দরিদ্রতা ও অসচেতনতার কারণে অনেক পরিবার তাদের সন্তানদের শিক্ষার পরিবর্তে শ্রমে নিয়োজিত করছে। কেউ কেউ ছোটবেলা থেকেই ব্যবসার কাজে লিপ্ত, কেউবা রাস্তার মোড়ে ভিক্ষা করতে বাধ্য হচ্ছে। অনেক শিশু অপরাধী চক্রের খপ্পরে পড়ে ভয়ংকর জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়ছে।
শিশুশ্রম বন্ধে এবং শিশুদের মৌলিক অধিকার নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একসঙ্গে কাজ করতে হবে। সরকারকে আরও কঠোরভাবে আইন প্রয়োগ করতে হবে, পাশাপাশি পরিবারগুলোকেও সচেতন হতে হবে। শিশুদের সুরক্ষা, শিক্ষা, পুষ্টি ও আনন্দময় শৈশব নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। একটি সুন্দর ও উন্নত ভবিষ্যৎ গড়তে হলে শিশুদের প্রতি দায়িত্বশীল হতে হবে। তাদের সঠিক পরিচর্যা, শিক্ষা ও নৈতিক মূল্যবোধের ভিত্তি গড়ে তুলতে হবে। তাহলেই আমরা একটি উন্নত, মানবিক ও ন্যায়পরায়ণ সমাজের দিকে এগিয়ে যেতে পারবো।
মোহাম্মদ ছরোয়ার
শিক্ষার্থী,
সরকারি আলাওল কলেজ, বাঁশখালী, চট্টগ্রাম।