শিশু তাবিহা বাঁচতে চায়

সীতাকুণ্ড প্রতিনিধি | শুক্রবার , ২৯ জানুয়ারি, ২০২১ at ৭:২৯ পূর্বাহ্ণ

পাঁচ মাসের ফুটফুটে শিশু তাবিহা ইসলাম। জন্মের চার মাস পরে ফুসফুসে দুটি ছিদ্র ধরা পড়ে তার। আছে রক্তনালির সমস্যা। যে বয়সে শিশুরা অবাক হয়ে চারপাশে তাকিয়ে থাকে, তখন ওর বুকে চলছে অতিরিক্ত রক্তপ্রবাহ।
তাবিহার বাড়ি সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের কোটপাড়া গ্রামে। তার বাবা মো. রাসেল প্রাইভেটকার চালক। চিকিৎসকরা তাবিহার অপারেশনের পরামর্শ দিয়েছেন। এজন্য প্রয়োজন পাঁচ লাখেরও বেশি টাকা। কিন্তু দরিদ্র পিতার পক্ষে এই বিপুল ব্যয় বহন করা সম্ভব নয়।
ফলে যত সময় যাচ্ছে, তত অনিশ্চিত হয়ে উঠছে তাবিহার বেঁচে থাকার আশা। সন্তানকে বাঁচাতে তাবিহার মা-বাবা এখন চেয়ে আছেন সবার মুখের দিকে। সামান্য সহযোগিতা পারে তাদের ফুটফুটে মেয়ের জীবন ফিরিয়ে দিতে। তাবিহাকে সাহায্য করতে ০১৮৮৯-৯০২১২৮ (বিকাশ) নম্বরে টাকা পাঠানোর অনুরোধ জানিয়েছেন তার বাবা।

পূর্ববর্তী নিবন্ধএবারের বইমেলা ১৮ মার্চ থেকে
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধুর আদর্শে আপোষহীন ছিলেন নুরুল আলম চৌধুরী