শিশু-কিশোররা বিশ্বের আশা ও ভরসা

| সোমবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:১৪ পূর্বাহ্ণ

মনন খেলাঘর আসরের সম্মেলনে বক্তারা

শিশুকিশোররা বিশ্বের আশা ও ভরসা। শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি মননশীল চর্চা করতে হবে। গতকাল ফতেয়াবাদে মনন খেলাঘর আসরের দ্বিবার্ষিক সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। অধ্যক্ষ রওশন আরা ইউসুফের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সভাপতি প্রফেসর ডা. একিউএম সিরাজুল ইসলাম। অতিথি ছিলেন ডা. মো. নিজাম মোর্শেদ চৌধুরী, কবি আশীষ সেন, কাজী মুসা, খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সাধারণ সম্পাদক মোরশেদুল আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক তপন মজুমদার, সংগঠক চন্দন চক্রবর্তী, মনোয়ার জাহান মনি, অশোক দাস, বনবিহারী চক্রবর্তী, তপন শীল, মানু ঘোষ দস্তিদার, প্রতিমা ঘোষ দস্তিদার, মর্নিং ডিউ স্কুলের অধ্যক্ষ মো. রাশেদুল আলম প্রমুখ। এদিকে অধ্যক্ষ রওশন আরা ইউসুফকে সভাপতি ও চন্দন চক্রবর্তীকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের মনন খেলাঘর আসরের কমিটি গঠিত হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখে পিঠা উৎসব’
পরবর্তী নিবন্ধকারাগারে মৃত্যুবরণকারী বিএনপি নেতার পরিবারের পাশে শাহাদাত