শিশু কিশোরদের মোবাইল ফোন থেকে দূরে রাখতে হবে

নজরুল কালচারাল একাডেমির অনুষ্ঠানে লায়ন রূপম কিশোর বড়ুয়া

| রবিবার , ২৮ জানুয়ারি, ২০২৪ at ১০:৪২ পূর্বাহ্ণ

অপসংস্কৃতি রোধে সুস্থ ধারার সংস্কৃতি চর্চার প্রত্যয়ে প্রতিষ্ঠিত নজরুল কালচারাল একাডেমি চট্টগ্রামের দেড় যুগপূর্তি ও শিশু কিশোরদের নজরুল উৎসব গত ২৬ জানুয়ারি থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের ভাইস চেয়ারম্যান বিশিষ্ট সংস্কৃতি পৃষ্ঠপোষক লায়ন রূপম কিশোর বড়ুয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল) কামরুন নাহার রুমি। সংবর্ধিত অতিথি ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠ সৈনিক, সংগীতজ্ঞ জয়ন্তী লালা। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী প্রকৌশলী মোহাম্মদ সিরাজুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের প্রোগ্রাম ম্যানেজার রোমানা শারমিন, বিশিষ্ট নাট্যজন ও সাংস্কৃতিক সংগঠক সাইফুল আলম বাবু, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব হাসান জাহাঙ্গীর, বিমান বড়ুয়া, প্রকৌশলী সীমান্ত বড়ুয়া।

প্রধান অতিথি লায়ন রূপম কিশোর বড়ুয়া তাঁর বক্তব্যে বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন একজন বহুমাত্রিক প্রতিভার মহামানব। বাংলা সাহিত্য সংস্কৃতির এমন কোন ক্ষেত্র নাই যেখানে তাঁর অবদান নাই। শুধু তাই নয় সাহিত্য সংস্কৃতি চর্চার মাধ্যমে গণজাগরণ সৃষ্টি করে একটি স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন তিনি দেখিয়েছেন। শিশু কিশোরদের তাই কবির মানবতাবাদী, অসামপ্রদায়িক চেতনা ও তাঁর আদর্শ ধারণ করে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন। তিনি আরো বলেন, আজকের দিনে অপসংস্কৃতির আগ্রাসনের অন্যতম মাধ্যম হল মোবাইল ফোন, আমাদের শিশু কিশোরদের এর থেকে দূরে রাখতে হবে। অনুষ্ঠানে অতিথিবৃন্দ নজরুল কালচারাল একাডেমি চট্টগ্রামের ১৮ বছর পূর্তিতে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান। অনুষ্ঠানে নজরুল কালচারাল একাডেমি চট্টগ্রাম কেন্দ্রের অর্ধশতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন আঙ্গীকের ১৮টি নজরুল সংগীত পরিবেশিত হয়।

পূর্ববর্তী নিবন্ধএমপি ছালামের সাথে আশুতোষ সরকারি কলেজ প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের মতবিনিময়
পরবর্তী নিবন্ধটপসয়েল কাটার দায়ে ১ ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা