শিশু কিশোরদের জন্য ক্বণনের আবৃত্তি শিক্ষণ কর্মশালা শুরু শুক্রবার

| বুধবার , ৯ নভেম্বর, ২০২২ at ৯:৫৯ পূর্বাহ্ণ

ক্বণন শুদ্ধতম আবৃত্তি অঙ্গনের আয়োজনে ২য় থেকে ৮ম শ্রেণির শিশু কিশোরদের আবৃত্তি শিক্ষণ কর্মশালা শুরু হচ্ছে। ১৮ নভেম্বর শুক্রবার অনুষ্ঠেয় ক্বণনের এই শিক্ষণ কর্মশালায় শুদ্ধ উচ্চারণ, কবিতা বোঝা, আবৃত্তি, কণ্ঠশীলন, স্বরমাধুর্য বৃদ্ধি, মাইক্রোফোনের ব্যবহার, অনুষ্ঠান ঘোষণা ও উপস্থাপনা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।

আগ্রহী শিক্ষার্থীদের প্রতি শুক্রবার বিকাল ৪ টা থেকে ৫টার মধ্যে চেরাগী পাহাড়স্থ দৈনিক আজাদী মিলনায়তনে (৪ তলা) উপস্থিত হয়ে ফরম সংগ্রহ ও জমা দিয়ে কর্মশালায় নাম অন্তর্ভুক্ত করতে হবে।

তালুকদার বুকস (মসজিদ মার্কেট, আন্দরকিল্লা), বিনিময় স্টেশনারি (আন্দরকিল্লাহ), কারেণ্ট বুক সেণ্টার (ভিআইপি টাওয়ার, ২য় তলা), পাঠশালা (কেয়ারি মার্কেট, চকবাজার), মিরাকল পয়েন্ট (চকবাজার), সিটি কম্পিউটার (চকবাজার) এবং শুক্রবার বিকাল ৪ টায় চেরাগী পাহাড়স্থ দৈনিক আজাদী মিলনায়তন (৪ তলা) ফরম সংগ্রহ করা যাবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাম্প্রদায়িক শক্তি দেশে অশান্তি সৃষ্টির চেষ্টায় রয়েছে
পরবর্তী নিবন্ধযে কাজে সুখী হওয়া যায় তাতেই সাফল্য আসে