শিশু একাডেমীর সাথে মমতার সমন্বয় সভা

| শুক্রবার , ২৪ সেপ্টেম্বর, ২০২১ at ১০:০৪ পূর্বাহ্ণ

মমতার বাস্তবায়নাধীন নির্যাতন থেকে শিশুদের সুরক্ষা প্রকল্পের উদ্যোগে নগরীর হালিশহরস্থ মমতা মাল্টিপারপাস অডিটরিয়ামে গতকাল বৃহস্পতিবার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা উদ্বোধন করেন মমতার উপ-প্রধান নির্বাহী মো. ফারুক। মমতার সিনিয়র পরিচালক স্বপ্না তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নূরুল আবছার ভূঁঞা। শিশু অধিকার নিশ্চিতে শিশুদের ক্ষমতায়ন এবং বাংলাদেশ শিশু একাডেমীর সাথে শিশুদের সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটি এবং বাংলাদেশ শিশু একাডেমীর সমন্বয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী বক্তব্য রাখেন মমতার উপ-প্রধান নির্বাহী মো. ফারুক। ধন্যবাদ জ্ঞাপন করেন প্রকল্প ব্যবস্থাপক মুজতাহিদা কাউছার।সভায় প্রকল্পের উপকারিতা বিষয়ে অভিমত ব্যক্ত করেন শাহেদা বেগম পপি, ঝিনু পারভীন, মো. সোহাগ প্রমুখ।
প্রধান অতিথি বলেন, শিশুদের অধিকার রক্ষা সহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে পরিবারসহ সমাজের সকলকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, শিশুদের অধিকার বিষয়ে সচেতন করা এবং তাদের মধ্যে সত্যিকার শিক্ষা ও সচেতনতা সৃষ্টি করতে সক্ষম হয়েছে মমতা। তিনি শিশু একাডেমীর পক্ষ হতে বিভিন্ন সহযোগিতা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাইদগাঁওয়ে উন্নতজাতের নারকেল চারাসহ বৃক্ষ পেলেন ৩শ পরিবার
পরবর্তী নিবন্ধস্ত্রীকে চাঁদে জমি কিনে দিলেন খুলনার যুবক