চট্টগ্রামসহ সারা দেশে ক্রমবর্ধমান শিশু নির্যাতন ও হত্যার ঘটনা সমাজের চূড়ান্ত অবক্ষয়ের প্রতীক। পাশাপাশি বিচারহীনতা বা বিচারে দীর্ঘসূত্রতার সংস্কৃতির কারণে শিশু নির্যাতন ও হত্যার ঘটনা বাড়ছে।
চট্টগ্রাম নগরীতে পাঁচ বছরের শিশু আলিনা ইসলাম আয়াতের হত্যাকারীর দ্রুত দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা এবং সারা দেশে ক্রমাগত শিশু হত্যার প্রতিবাদে খেলাঘর চট্টগ্রাম মহানগর আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা এ কথা বলেন। গতকাল বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে শিশু নির্যাতন বন্ধ ও শিশু অধিকার প্রতিষ্ঠায় ‘শিশু ন্যায়পাল’ নিয়োগের দাবি জানানো হয়। এতে সভাপতিত্ব করেন খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি নাট্যজন মুনির হেলাল। সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বসুর সঞ্চালনায় বক্তব্য রাখেন খেলাঘর কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য প্রকৌশলী রথীন সেন, কেন্দ্রীয় সদস্য অধ্যাপক রোজী সেন, খেলাঘর মহানগর কমিটির সহসভাপতি আহমেদ খসরু, শাহজাহান চৌধুরী, চন্দন পাল, চৌধুরী জহির উদ্দিন বাবর, মহিউদ্দিন শাহ, সম্পাদকমণ্ডলীর সদস্য ইসরাত সুলতানা সুইটি, প্রীতম দাশ, সদস্য প্রকৌশলী প্রকাশ ঘোষ, সুচিস্মিতা চৌধুরী, জুঁই খেলাঘর আসরের সাধারণ সম্পাদক লিটন শীল, কপোতমালা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক জুলফিকার আলী মুন্না, নীলাম্বরী খেলাঘর আসরের সভাপতি আবু হাসনাত চৌধুরী, সাধারণ সম্পাদক রবি শংকর সেন, ঝিনুককুঁড়ি খেলাঘর আসরের সভাপতি বিপ্লব মল্লিক, জলসিঁড়ি খেলাঘর আসরের আহ্বায়ক দীপঙ্কর রুদ্র, সুরজিৎ দাশ শুনু ও শিল্পী শাহরিয়ার খালেদ।
বক্তারা বলেন, ঘুণে ধরা সমাজব্যবস্থা, আত্মকেন্দ্রিকতা ও ভোগবাদী সমাজ ব্যবস্থার কারণে যেকোনো অপরাধমূলক কাজে সরাসরি জড়িয়ে যাচ্ছে তরুণরা। আমাদের নৈতিক অবক্ষয় ও সামাজিক অবক্ষয়, দুর্বৃত্তায়নের কারণে শিশুরা হত্যা-নির্যাতনের শিকার হচ্ছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সামাজিক দুর্বৃত্তায়নের বিরুদ্ধে স্ব স্ব অবস্থান থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে।











