শিশুসাহিত্য উৎসবের প্রস্তুতি, বিভিন্ন কর্মসূচি গ্রহণ

| বৃহস্পতিবার , ২১ আগস্ট, ২০২৫ at ১১:৪৭ পূর্বাহ্ণ

শিশুসাহিত্য উৎসব উপলক্ষে বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির এক প্রস্তুতি সভা গত ১৯ আগস্ট চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পরিচালক কবি রাশেদ রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রাবন্ধিক মুহাম্মদ মুজিবুর রহমান, কথাসাহিত্যিক নাসের রহমান, শিশুসাহিত্যিক বিপুল বড়ুয়া, দীপক বড়ুয়া, অরুণ শীল, উৎপলকান্তি বড়ুয়া, জসীম মেহবুব, সৈয়দ খালেদুল আনোয়ার, আজিজ রাহমান, আবুল কালাম বেলাল, অমিত বড়ুয়া, ইফতেখার মারুফ, শিশুসাহিত্য একাডেমির উপপরিচালক জসিম উদ্দিন খান, কাসেম আলী রানা, ইসমাইল জসীম, রুনা তাসমিনা ও সৈয়দা সেলিমা আক্তার, উপকমিটির সদস্য কবি মর্জিনা আখতার, প্রাবন্ধিক কাঞ্চনা চক্রবর্তী, গল্পকার শিপ্রা দাশ. শিশুসাহিত্যিক শিবুকান্তি দাশ, . সৌরভ সাখাওয়াত, অধ্যাপক মৃণালিনী চক্রবর্তী, শিক্ষক নেভী বড়ুয়া, তৌফিকুল ইসলাম চৌধুরী, রোকেয়া হক, এনায়েত হোসেন, সৈয়দ জিয়াউদ্দিন, মারজিয়া খানম সিদ্দিকা, নীলরতন দাশগুপ্ত, মল্লিকা বড়ুয়া, শাহেদ আলী টিটু, খনরঞ্জন রায়, অধ্যক্ষ ছন্দা চক্রবর্তী, সাঈদুল আরেফীন, নিশাত হাসিনা শিরীন, জি এম জহির উদ্দীন, স্বপন কুমার বড়ুয়া, সাইফুদ্দিন আহমেদ সাকী ও লুনা দাশগুপ্তা, আকাশ আহমেদ, সনজিত দে, কানিজ ফাতিমা, অভি ওসমান, সুস্মিতা তালুকদার, মুহাম্মদ মহসীন চৌধুরী, ফারজানা রহমান শিমু, সোমা মুৎসুদ্দী, সুবর্ণা চৌধুরী, শর্মিষ্ঠা চৌধুরী, নূরনাহার নিপা, এস এম আবদুল আজিজ, গৌতম কানুনগো, নাটু বিকাশ বড়ুয়া, শাহী মো. ইলিয়াছ, ইলিয়াস হোসেন, প্রদীপ ভট্টাচার্য, শওকত আলী সুজন, কুতুবউদ্দিন বখতেয়ার, ছাবের আহমদ চৌধুরী, শরণংকর বড়ুয়া, পুলক চন্দ, এম কামাল উদ্দিন, পীযূষ কান্তি বড়ুয়া, বিজন সুশীল, রিনিক মুন, তাহেরা বেগম, নিলুফা ইয়াসমনি জয়িতা, মিতা পোদ্দার, শর্মি বড়ুয়া, শিউলী নাথ, সিমলা চৌধুরী, তানজিনা রাহী, নেছার আহমেদ খান, সালাম সৌরভ, অনামিকা বড়ুয়া, মোহিনী সংগীতা সিংহ, মহিউদ্দিন ইমন, কামরুল আনোয়ার চৌধুরী, চন্দন কুমার চৌধুরী, অঞ্জনা রায় চৌধুরী, কুমুদিনী কলি, বিকাশ বড়ুয়া, জয়নাব বেগম, শুকলা আচার্য্য, . শিব প্রসাদ শূর, সাইফুল্লাহ কায়সার, সরওয়ার আরমান, প্রীতিশ রঞ্জন বড়ুয়া, আনিস শাহরিয়ার, সাজিদ হাসান, জায়তুননেসা জেবু, আরিফ রায়হান, আসিফ ইকবাল প্রমুখ।

সভায় বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। এর মধ্যে রয়েছে উদ্বোধনী অনুষ্ঠান, সেমিনার, শিশুসাহিত্যিক সম্মাননা, বইবন্ধু সম্মাননা, আবৃত্তি প্রতিযোগিতা, লেখা পাঠ প্রভৃতি। উল্লেখ্য, বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির উদ্যোগে শিশুসাহিত্য উৎসব আগামী ২৪ ও ২৫ অক্টোবর চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআলোর দিশা ফাউন্ডেশনের শিক্ষাসামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার ৭৯টি প্রাতিষ্ঠানিক জলাশয়ের জন্য পোনা বিতরণ