নগরীর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সম্মেলন কক্ষে বেসরকারী হাসপাতালের ডাক্তার-নার্সদের নিয়ে দ্বিতীয় পর্যায়ে অনুষ্ঠিত ‘শিশুবান্ধব হাসপাতাল কর্মসূচি’ বিষয়ক ২দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীরের সভাপতিত্বে ও জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিভাগীয় উপ-পরিচালক ডা. মো. শাখাওয়াত উল্লাহ ও সহকারী পরিচালক ডা. সুমন বড়য়াু উদ্বোধনী দিনে মাতৃ ও শিশুস্বাস্থ্য বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (শিশু) ডা. জেবীন চৌধুরী ও জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. রওশন আরা বেগম শিমুল।
কর্মশালায় নগরীর বেসরকারী হাসপাতালের ৫০ জন ডাক্তার-নার্স অংশ নেন। স্বাস্থ্য অধিদপ্তরের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় এ কর্মশালার আয়োজন করে।
প্রধান অতিথি ডা. হাসান শাহরিয়ার কবীর বলেন, আগামী ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জনের লক্ষ্যে দেশে শিশু মৃত্যুর হার কমিয়ে আনতে হবে। এ লক্ষ্যে সরকারী হাসপাতালের সাথে দেশের বেসরকারী হাসপাতালগুলোকে শিশুবান্ধব হাসপাতালে রূপান্তর করতে সরকার সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করেছেন। এ উদ্যোগ বাস্তবায়নে সরকারী- বেসরকারী পর্যায়ে ডাক্তার-নার্সদের আরো আন্তরিক হতে হবে। তিনি বলেন, সরকারের একার পক্ষে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন সম্ভব নয়। বিভিন্ন সমস্যা থাকা সত্ত্বেও করোনা-ওমিক্রন মোকাবিলার পাশাপাশি স্বাস্থ্যখাতে ঢাকার তুলনায় চট্টগ্রাম এখনো পর্যন্ত সুনামের সাথে কাজ করে যাচ্ছে। ডাক্তার-নার্সগণ আন্তরিক হলে শিশুবান্ধব হাসপাতাল ও পরবর্তীতে নারীবান্ধব হাসপাতাল গড়াসহ চট্টগ্রামে স্বাস্থ্য ব্যবস্থাপনায় সাফল্য আসবে। প্রেস বিজ্ঞপ্তি।