শিশুদের জন্মগত হৃদরোগ সারাতে আজ চমেক হাসপাতালে আসছে তুরস্কের চিকিৎসক দল

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৩ মে, ২০২৫ at ৭:৪৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের হৃদরোগ বিভাগে তুরস্ক থেকে শিশু হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক দল আসছেন। এ উপলক্ষে গতকাল পর্যন্ত চমেক হাসপাতালের হৃদরোগ বিভাগের চিকিৎসকরা জন্মগত হৃদপৃণ্ডে ত্রুটি আছে এমন ৮০ জনের বেশি শিশুর প্রাথমিক স্ক্রিনিং সম্পন্ন করেছেন। এরমধ্যে থেকে একটি উল্লেখযোগ্য শিশুকে বিনামূল্য ডিভাইস স্থাপন ও প্রয়োজনীয় চিকিৎসা দিবেন তুরস্কের চিকিৎসক দল। তবে প্রাথমিক অবস্থায় তারাও তাদের স্ক্রিনিং করবেন। দুই মাস পরে তাদের অপারেশনের মাধ্যমে জন্মগত হৃদপিণ্ডের ত্রুটি চিকিৎসা দিবেন।

জানতে চাইলে চমেক হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. নূর উদ্দিন তারেক বলেন, তুরস্কের একটি চিকিৎসক টিম আগামীকাল (মঙ্গলবার) আমাদের ওয়ার্ডে আসবেন। তারা শিশুদের জন্মগত হৃদপিণ্ডের ত্রুটির চিকিৎসা করবেন।

পূর্ববর্তী নিবন্ধবছর শেষের আগেই ২৫ বিলিয়ন ডলার প্রবাসী আয়
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে ডাকাতি, ফটিকছড়ি থেকে তিন ডাকাত গ্রেপ্তার