শিশুদের ওপর প্রযুক্তির বিরূপ প্রভাব

| বুধবার , ৮ মে, ২০২৪ at ৭:৫৭ পূর্বাহ্ণ

বর্তমান সময়ে প্রযুক্তি ছাড়া আমরা একটি মুহূর্তও কল্পনা করতে পারি না। প্রযুক্তির সাথে আমাদের দৈনন্দিন জীবন ওতপ্রোতভাবে জড়িত। তবে প্রযুক্তি আমাদের কাছে আশীর্বাদ হয়ে এলেও এর নেতিবাচক আশঙ্কাও কম নয়। কারণ, বড়দের পাশাপাশি ছোটরাও প্রযুক্তির কাছে বন্দি। বর্তমান শিশুদের বড় একটা সময় কাটে টিভির কার্টুন, নয়তো মোবাইল ফোন বা প্রযুক্তির আরো নানা ব্যবহারে। কিংবা কোনো কোনো বাবামা তার চঞ্চল শিশুকে নিয়ন্ত্রণ করতে মোবাইল দিয়ে বসিয়ে দেন। আবার অনেক মা তার সন্তান খেতে না চাইলে মোবাইল হাতে তুলে দেন। ফলশ্রুতিতে দেখা যায় শিশুরা এতটাই আসক্ত যে, তাদের কাছ থেকে মোবাইল, ট্যাব কেড়ে নিলে নেতিবাচক আচরণ করে। কোনো কোনো সুস্থ জন্ম নেওয়া শিশু কথা বলা বন্ধ করে দিয়েছে শুধুমাত্র বিরূপ প্রতিক্রিয়ার কারণে। এছাড়াও শিশুরা বুদ্ধিবৃত্তিক কাজ থেকে দূরে সরে যাচ্ছে। যদি আমরা একটু পেছনের দিকে তাকাই, তাহলে দেখা যায় যখন প্রযুক্তির ব্যবহার ছিল না তখন শিশুরা কী না খেয়ে, না ঘুমিয়ে বড় হয়ে গেছে? পরিশেষে বলতে চাই সময়ের সাথে সাথে তাল মিলিয়ে তো চলতেই হবে আর যেহেতু আজকের শিশুরা আগামীর ভবিষ্যৎ সেহেতু প্রযুক্তির সুব্যবহার নিশ্চিত করতে পিতা মাতার দায়িত্ব অধিক।

শিফা চৌধুরী

সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম

পূর্ববর্তী নিবন্ধরবীন্দ্রনাথ ঠাকুর : সীমার মাঝে অসীম
পরবর্তী নিবন্ধগাছ লাগাই, ধরিত্রী বাঁচাই