শিশুটিকে যেভাবে খুঁজে পেল তার পরিবার

আজাদী প্রতিবেদন | রবিবার , ১ মে, ২০২২ at ৭:০০ পূর্বাহ্ণ

নগরীতে হারিয়ে যাওয়া নুসরাত নামে আড়াই বছর বয়সী এক শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে খুলশী থানা পুলিশ। পুলিশ জানায়, গত ১৫ এপ্রিল খুলশী থানার আমবাগান ক্যান্টিন গেইট এলাকায় শিশু নুসরাতকে কান্নাকাটি করতে দেখে থানায় নিয়ে আসে স্থানীয়রা। শিশুটি নিজের নাম ছাড়া আর কিছুই বলতে পারছিল না। হারিয়ে যাওয়া শিশুটিকে ভিকটিম সাপোর্ট সেন্টারে রেখে তার পরিবারের খোঁজ করে যাচ্ছিল পুলিশ। শিশুটির পরিবারকে খুঁজে পেতে গণমাধ্যমকর্মীসহ সকলের কাছে সহযোগিতা চান খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ চাকমা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও শিশুটির হারিয়ে যাওয়ার তথ্য প্রচার করা হয়। ভিকটিম সাপোর্ট সেন্টারের ইনচার্জও টিম নিয়ে মাঠে নামেন। অবশেষে শিশু নুসরাতের পরিবারঠিকানা খুঁজে পেয়েছে পুলিশ।

গত বৃহস্পতিবার হারিয়ে যাওয়া নুসরাতকে তার মায়ের কোলে তুলে দেয়া হয়েছে বলে জানিয়েছেন খুলশী থানার ওসি সন্তোষ চাকমা। হারিয়ে যাওয়া শিশুটিকে ঈদের আগেই মায়ের কোলে ফিরিয়ে দিতে পেরে গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জানিয়েছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে নদীতে ডুবে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধহালদার ভৌত ও রাসায়নিক মান ঠিক আছে