শিশুকে উদ্ধারে কুয়ায় পড়ে ১১ জনের মৃত্যু

| রবিবার , ১৮ জুলাই, ২০২১ at ৭:০৮ পূর্বাহ্ণ

ভারতের মধ্যপ্রদেশে কুয়ায় পড়ে যাওয়া শিশুকে তুলতে গিয়ে কয়েক ডজন গ্রামবাসীর কুয়াটির ভেতর পড়ে যাওয়ার ঘটনায় ১১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। বিদিশা জেলার গঞ্জবাসোদা গ্রামের এ ঘটনায় ১৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। খবর বিডিনিউজের।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় ৮ বছর বয়সী একটি মেয়ে খেলতে গিয়ে ৪০ ফুট গভীর কুয়ায় পড়ে যায়। তাকে উদ্ধারে গ্রামবাসীরা কুয়ার কাছে ভিড় করলে এক পর্যায়ে কুয়াটির দেয়াল ধসে আরও ৪০ জন নিচে পড়ে যায়। তাদের মধ্যে শুক্রবার সকাল পর্যন্ত ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এ সংখ্যা বাড়তে থাকে। ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম যুব বিদ্রোহ : একটি নিষ্করুণ সশস্ত্র সংঘর্ষ
পরবর্তী নিবন্ধড্রিমার ইমিগ্রেন্টদের পথ বন্ধ