শিকলবাহা শিশুকাননের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ফল উৎসব গতকাল মঙ্গলবার উদযাপন করা হয়। আনজিনা খানমের সঞ্চালনায় ফল উৎসবের উদ্বোধন করেন লেখক–বাচিকশিল্পী দিলরুবা খানম। প্রধান শিক্ষক মো. সুলতানের সভাপতিত্বে প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে গীতিকার আব্দুল হাকিম ও কোয়ান্টাম ফাউন্ডেশনের অর্গানিয়ার কামরুল হাসান সবুজ। দস্তগীর আলম রুকনের সার্বিক তত্ত্বাবধানে নানা রকমের ফল শিক্ষার্থীদের জন্য উপস্থাপন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয় সকাল নয়টায় জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে। শিক্ষার্থীরা নৃত্য, আবৃত্তি, সংগীত পরিবেশন করে।