শিল্প পুলিশের চট্টগ্রাম অঞ্চলের ৯ তলা বিশিষ্ট অস্থায়ী সদর দপ্তরের জন্য ১০ হাজার বর্গফুট ঢেউটিন প্রদান করেছে শিল্পগ্রুপ পিএইচপি ফ্যামিলি। গতকাল বৃহস্পতিবার নাসিরাবাদ এলাকায় অবস্থিত শিল্প পুলিশ চট্টগ্রাম অঞ্চলের সদর দপ্তরে পুলিশ সুপার মো. সোলাইমান এসব ঢেউটিন গ্রহণ করেন। হস্তান্তর করেন পিএইচপি ফ্লোট গ্লাস লিমিটেডের মানবসম্পদ কর্মকর্তা অভিজিৎ চক্রবর্তী।
ঢেউটিন উপহার পেয়ে পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমানকে শিল্প পুলিশের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে মো. সোলাইমান বলেন, নগরের কাট্টলীতে ১০ একর জায়গায় শিল্প পুলিশের চট্টগ্রাম অঞ্চলের স্থায়ী সদর দপ্তর গড়ে তোলা হচ্ছে। উপহার পাওয়া ঢেউটিন ভাড়ায় নেওয়া শিল্প পুলিশের চট্টগ্রাম অঞ্চলের সদর দপ্তরের নিরাপত্তা বেষ্টনীসহ নানা কাজে ব্যবহার করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।