শিল্প ও সংস্কৃতির অন্যতম মাধ্যম হচ্ছে নৃত্য

সঙ্গীত পরিষদের অনুষ্ঠানে বক্তারা | শুক্রবার , ৩ মে, ২০২৪ at ৭:৩৫ পূর্বাহ্ণ

বিশ্ব নৃত্য দিবস উদযাপন উপলক্ষে সঙ্গীত পরিষদ আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেছেন, শিল্প ও সংস্কৃতির অন্যতম মাধ্যম হচ্ছে নৃত্য। নৃত্য বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে মানুষের মনের মধ্যে আনন্দ জাগিয়ে তোলে। তাই প্রকৃতি ও জীবনের নৃত্যের রয়েছে এক নিবিড় সম্পর্ক।

গত ১ মে নন্দনকাননস্থ ফুলকী এ কে খান মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চবি শিক্ষক প্রফেসর মোস্তফা কামাল যাত্রা। পরিষদের সম্পাদক তাপস হোড়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মুখ্য আলোচক ছিলেন প্রফেসর রীতা দত্ত। বক্তব্য রাখেন সাজেদুল হক হাসান, অধ্যাপক দেবাশিস্‌ রুদ্র। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন প্রিয়ম কৃষ্ণ দে। শেষে আনন্দধারা ‘বহিছে ভূবনে’ শীর্ষক নৃত্যানুষ্ঠানে পরিষদের ছাত্রছাত্ররা অংশগ্রহণ করে। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন পরিষদের শিক্ষক শিক্ষিকা ত্বনী বড়ুয়া, চন্দ্রিমা বিশ্বাস। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশাকিবের তৃতীয় বিয়ের বিষয়ে অপু বললেন, আমি বিরক্ত
পরবর্তী নিবন্ধ১ম বিভাগ ক্রিকেট লিগে পয়েন্ট ভাগাভাগি