শিল্পী শওকত জাহান আয়োজিত দুইদিন ব্যাপী শিশু শিল্পীদের ২৮ তম বার্ষিক চিত্র প্রদর্শনী গতকাল শুক্রবার থিয়েটার ইন্সটিটিউটে শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে লায়ন হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মোশাররফ হোসেন। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ রং–তুলি আসরের চেয়ারম্যান নুরুল আজিম হিরো, সাংবাদিক দেব প্রসাদ দাস দেবু এবং ইমপ্রেশনের পরিচালক শফিউল হক। আজ শনিবার বিকাল তিনটায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিল্পী শওকত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন কোতোয়ালী জোন সহকারী পুলিশ কমিশনার অতনু চক্রবর্তী এবং প্রধান আলেচক থাকবেন চ্যানেল আইয়ের ব্যুরো চিফ চৌধুরী ফরিদ।
বিশেষ অতিথি থাকবেন শাপলাকুঁড়ি স্কুলের প্রিন্সিপাল মোখতার হোসাইন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মুহাম্মদ দিদারুল ইসলাম, সেন্ট লরেন্স স্কুলের প্রিন্সিপাল রেজিনা হালদার। অনুষ্ঠান পরিচালনায় থাকবেন মো. রেজাউল আবেদীন ইউসুপ। প্রেস বিজ্ঞপ্তি।