শিল্পী কিরণময় চৌধুরী স্মরণসভা

| বুধবার , ১ জুন, ২০২২ at ৯:১০ পূর্বাহ্ণ

 

শিল্পী কিরণময় চৌধুরী স্মরণে গত ২৭ মে স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মৃতিচারণ করেন ওস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিল্পী ও নজরুল গবেষক মো. লোকমান চৌধুরী রাশু। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন লেখক মোদাচ্ছের আলী, শিল্পী সজল বড়ুয়া ও বেতার সংগীত পরিচালক মো. জাহাঙ্গীর। বক্তব্য দেন, সুচন্দা চৌধুরী, বাংলাদেশ বেতার, চট্টগ্রামের পরিচালক আবুল হোসেন, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার মাহ্‌ফুজা আক্তার, ডা. আঞ্জুমানারা ইসলাম, প্রফেসর হাসিনা জাকারিয়া বেলা, প্রফেসর কাজী আয়শা আমান, প্রফেসর ড. আবুল কাসেম, বিটিভি চট্টগ্রামের সিনিয়র প্রযোজক ইয়াদ আহম্মেদ, শিল্পী জয়ন্তী লালা, শিল্পী কাবেরী সেন, শিল্পী আব্দুর রহিম, শিল্পী মোস্তফা কামাল, শিল্পী শ্রেয়সী রায়, শিল্পী রাখাল নন্দী সুতপা, রাজেশ সাহা, জয়া। পরে বাংলাদেশ বেতারটেলিভিশনের শিল্পীরা সংগীত পরিবেশন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রবীণ শিক্ষক মাওলানা মুহিউদ্দিন আহমদ
পরবর্তী নিবন্ধকধুরখীল বালিকা স্কুলে শিক্ষা বৃত্তি পরীক্ষা