প্রকৃতিগত ভাবেই অসাধারণ প্রতিভাধর চট্টগ্রামের শিল্পীরা দেশের সংগীতাঙ্গনে বরাবরই তাদের প্রতিভার স্ফূরণ ঘটিয়ে মুগ্ধতা ছড়িয়েছে। তারই ধারাবাহিকতায় এ অঞ্চলের বর্তমান প্রজন্মের তরুণরাও দেশের সংগীতাঙ্গনে নিজ জেলার প্রতিনিধিত্ব করতে বিশেষভাবে সচেষ্ট। আশৈশব সংগীত অন্তঃপ্রাণ তেমনি একজন শিল্পী অভি। তিনি একজন লিড গিটারিস্ট ও কণ্ঠশিল্পী। সংগীত জগতে দীর্ঘ ২৫ বছরের পথচলায় দেশের বিভিন্ন প্রান্তে অগণিত শো করে দর্শক ও শ্রোতাপ্রিয়তা অর্জন করা অভি এখন বিভিন্ন স্টেজ শো এর পাশাপাশি ‘অভি এন্ড ফ্রেন্ডস’ শিরোনামে একটি অ্যালবামের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন একটি সংগীত প্রযোজনা প্রতিষ্ঠানে। অভি এন্ড ফ্রেন্ডস এর ব্যানারে সমপ্রতি প্রকাশিত হল অভির গাওয়া মৌলিক গান ‘ওরে পাগলী’। এছাড়া একই অ্যালবামে প্রকাশিতব্য আরো ৬টি মিউজিক ভিডিওর কাজ অগ্রসরমান রয়েছে এবং অতি শীগ্রই অ্যালবামটি প্রকাশিত হবে বলে আশা করা যাচ্ছে। অ্যালবামটির আপে রয়েছে অভি, মনি, ইমু ও জনি প্রমুখ।