বিশিষ্ট তবলা শিল্পী মনোজ সরকার বলেন, চট্টগ্রামের শিল্পীদের দীর্ঘদিনের একটি চাওয়া আজ পূরণ হতে চলেছে। আশা করব, চট্টগ্রামের শিল্পীরা বেশি প্রাধান্য পাবেন। কারণ চট্টগ্রামে অনেক গুণী শিল্পীকে বাদ দিয়ে দেখা যায় ঢাকা থেকে শিল্পী এনে অনুষ্ঠান করানো হচ্ছে। বিষয়টি আমাদের জন্য দুঃখের। আশা করব, চট্টগ্রামের শিল্পীদের যথাযথ মূল্যায়ন করা হবে। এরপর ঢাকার শিল্পীদের দিয়ে অনুষ্ঠান করানো যেতে পারে।
তিনি বলেন, বিটিভি চট্টগ্রাম কেন্দ্র একটা মানে পৌঁছানোর চেষ্টা করছে। এটা আমরা বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি। টেকনিক্যাল সাইট থেকে উন্নতির অনেক সুযোগ আছে। আশা রাখি অচিরেই তা হবে। আরেকটা কথা বলতে চাই, যেহেতু সময়টা বেড়েছে সেহেতু মানের দিকটা খেয়াল রেখে, যোগ্যতার ভিত্তিতে অনুষ্ঠান করার সুযোগ দেয়ার অনুরোধ থাকবে। বিটিভি চট্টগ্রাম কেন্দ্র আমাদের স্বপ্নের জায়গা। সেই জায়গাটায় যত বেশি উন্নতি হবে, আমাদের কাজের ক্ষেত্রটা আরো বেশি ব্যাপ্ত হবে।