লকডাউনে কর্মহীন কণ্ঠ ও যন্ত্র শিল্পীদের বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। উপজেলা শিল্পকলা একাডেমির সার্বিক সহযোগিতায় শিল্পীদের উদ্যোগে ‘শিল্পীদের জন্য শিল্পীদের ভালবাসার উপহার’ শীর্ষক এই কার্যক্রম চালানো হচ্ছে। এর আওতায় উপজেলার অর্ধ শতাধিক শিল্পীদের বাড়ি বাড়ি ইতিমধ্যেই উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাতুল বৈদ্য বলেন, উপজেলা শিল্পকলা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমানের সার্বিক সহযোগিতায় গত ২৬ এপ্রিল থেকে ৪ দিনব্যাপী বিশেষ এই কার্যক্রম চালানো হচ্ছে। এর আওতায় কর্মহীন হয়ে পড়া কন্ঠ ও যন্ত্র শিল্পীদের বাড়ি বাড়ি গিয়ে উপহারস্বরূপ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে। এর আগে রাঙ্গুনিয়ার শিল্পীদের প্রতি ‘ভালোবাসার হাত’ নামে খাদ্য সামগ্রী পৌঁছে দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ঝুলন দত্ত এবং যন্ত্র শিল্পী শিবু দাশ। রাঙ্গুনিয়ার প্রত্যন্ত অঞ্চলের ৩০ জন কণ্ঠ শিল্পী ও যন্ত্র শিল্পীদের ঘরে গিয়ে এসব উপহার সামগ্রী পৌঁছে দেন তারা।