একসময় আমাদের প্রায় সকলের অভিযোগ ছিল, বিটিভি, চট্টগ্রাম কেন্দ্রের অনুষ্ঠানের মান ভালো হয় না। মানুষ সিটিভি দেখে না, চট্টগ্রামের শিল্পীরা ভালো গান গাইতে পারে না, এমন অসংখ্য অভিযোগ কানে বাজতো। আমি ব্যক্তিগতভাবে যদি বলি, গত সাত আট মাস ধরে বিটিভি, চট্টগ্রাম কেন্দ্রের অনুষ্ঠানগুলো আমি যখন দেখি, তখন মনে হয়, অনুষ্ঠানের মান এতটাই বেড়েছে, আমাদের দেশে যে প্রাইভেট চ্যানেলগুলো আছে, সেগুলোর সমপর্যায়ের অনুষ্ঠান হচ্ছে চট্টগ্রাম কেন্দ্রে। এটা আমাদের মতো চট্টগ্রামের শিল্পীদের অনেক আশাবাদী করে তুলে। আমরা অনেকে হয়তো আগে চট্টগ্রাম কেন্দ্রে গান গাইতে বললে রিফিউজ করতাম। বা গান করে এসেছি ঠিক, কিন্তু কাউকে লজ্জায় দেখতে বলতে পারি নি। কারণ মানুষ বলতো, ও সিটিভিতে গান গায়, এ আর এমন কী? ওই জায়গাটা পার হয়ে এসেছি আমরা। এটা বড়ো সার্থকতার জায়গা। এখন এমনও হয় যে আমি হয়তো আমার প্রোগ্রাম দেখিনি, কিন্তু মানুষ বলছে, আমার প্রোগ্রাম দেখেছে। এটাই হচ্ছে অনেক অনেক আশার কথা। চট্টগ্রামের মানুষ হিসেবে চাইবো, এভাবেই বিটিভি, চট্টগ্রাম কেন্দ্র ধাপে ধাপে এগিয়ে যাক।