চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ক্লাসিক্যাল ফটো গ্যালারির আয়োজনে সমপ্রতি কাজেম আলী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে ১৮তম শিল্পাচার্য জয়নুল আবেদীন স্মৃতি চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সভাপতি ও ক্লাসিক্যাল ফটোগ্যালির পরিচালক আবদুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন অঙ্গীকার বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি লেখক ক্যাপ্টেন আতিক ইউ এ খান। চট্টগ্রাম মহানগর ও বিভিন্ন উপজেলা থেকে ১৮০টি শিক্ষা প্রতিষ্ঠানের ছয় শতাধিক শিশু–কিশোর প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার বিষয় উন্মুক্ত থাকায় শিশু কিশোররা বিভিন্ন বিষয়ের উপর ছবি অংকন করে, যা অতিথিদের দৃষ্টি আকর্ষণ করে। এর মধ্যে ছিল জুলাই বিপ্লব, একুশে ফেব্রুয়ারি, স্বাধীনতা যুদ্ধ, গ্রামের মেলা এবং বাংলাদেশের প্রকৃতি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাফকোর সাবেক সিনিয়র প্রটোকল অফিসার আবদুর রহিম, গাইনী অব্স বিশেষজ্ঞ ডা. তাসলিম চৌধুরী, শরীফা আর্ট স্কুলের পরিচালক শিল্পী আমিরুল হক, পরিচালনা কমিটির কো–অর্ডিনেটর ব্যবসায়ী নাজমুল আলম রাকিব, লিডার্স স্কুল এন্ড কলেজের শিক্ষক শিল্পী সাদ্দাম হোসেন এবং সংস্কৃতি কর্মী দিলিপ সেনগুপ্ত। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন আয়েশা আরমিন। পুরস্কার বিতরণ অনুষ্ঠান আগামী রমজান ঈদের পরে অনুষ্ঠিত হবে। ১ম, ২য়, ৩য় পুরস্কার ছাড়াও প্রত্যেক বিভাগে বিশেষ পুরস্কার প্রদান করা হবে এবং অংশগ্রহণকারী সবাইকে সনদপত্র প্রদান করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।