শিল্পকলায় স্কেচ গ্যালারির প্রথম নাটক

| শনিবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:৩৫ পূর্বাহ্ণ

প্রিয় মানুষকে বিশেষ দিনে বিশেষ কিছু উপহার দেবার মধ্যে যে তৃপ্তি তা যেন আর কিছুতেই নেই। শত প্রতিকূলতা আর আর্থিক দৈন্যের দিনে মধ্যবিত্ত সম্পত্তি আকাশ আর বিনেতা যখন অসহায়-তখন তারা পরস্পর পরস্পরকে এমন এক মূল্যবান উপহার দেয় যার কাছে অনেক দামী জিনিসও ম্লান হয়ে যায়। শুধুমাত্র সত্যিকারের ভালোবাসাই পারে এমন সিদ্ধান্তে উপনীত হতে। ও হেনরির গল্প অবলম্বনে কিরণ মৈত্রের নাট্যরূপে স্কেচ গ্যালারি প্রথম নাট্য আয়োজন ‘ভালোবাসি ভালোবাসি’ গতকাল শুক্রবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মঞ্চস্থ হয়েছে। নাটকটি সম্পাদনা ও নির্দেশনা দিয়েছেন শাহরিয়ার হান্নান। মঞ্চ, আলোক, পোশাক ও শিল্প নির্দেশনায় ছিলেন কে এম সানাউল হক, আবহে মো. মঈনুদ্দিন কোহেল, প্রযোজনা অধিকর্তা মো. মানিক হোসাইন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় সাড়ে ২৫ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার তিন
পরবর্তী নিবন্ধবাঁশখালী প্রেমাশিয়া মৎস্য সমবায় সমিতির স্মারকলিপি