শিল্পকলায় বোধনের সমাবর্তন

| বৃহস্পতিবার , ১ মে, ২০২৫ at ৬:২০ পূর্বাহ্ণ

জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গত মঙ্গলবার বোধনের সমাবর্তন অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন শিল্পী শাহরিয়ার খালেদ। সহসভাপতি অ্যাডভোকেট নারায়ণ প্রসাদ বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা ও সনদ বিতরণ পর্বে স্বাগত বক্তব্য দেন, আবৃত্তিশিল্পী জাভেদ হোসেন। বক্তব্য দেন বোধন সভাপতি আবদুল হালিম দোভাষ এবং সহসভাপতি শিমুল নন্দী। উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদপত্র প্রদান করা হয়। সন্ধ্যায় বাংলা নববর্ষকে আবাহন জানিয়ে বোধন সদস্যরা ‘প্রকৃতি কোলে কাঁখে, এ বৈশাখে’ বৃন্দ আবৃত্তি পরিবেশন করে। আবর্তনের খ বিভাগের শিক্ষার্থীদের গ্রন্থনায় এবং রীমা দাশের নির্দেশনায় বৃন্দ আবৃত্তি ‘চতুরঙ্গ’ পরিবেশিত হয়। সন্দীপন সেন একার গ্রন্থনা ও সন্দীপন সেন একা, স্মরণ ধর, লাবণ্য দেব, অভিষেক রুদ্রের নির্দেশনায় ছড়া ও কবিতা বিভাগের শিক্ষার্থীরা পরিবেশন করে ‘শিশুর ভাবনায় পৃথিবী’। একক আবৃত্তি, শ্রুতি নাটক ও বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন শিল্পীরা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সুতপা মজুমদার ও পাতা দে বৃষ্টি। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহসাধারণ সম্পাদক মাইনুল আজম চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমে দিবসে আরণ্যকের একরাশ আয়োজন
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৪১.৫৮ কোটি টাকা