শিল্পকলায় নরেন আবৃত্তি একাডেমির ‘ফিলিস্তিন তোমাকে! তবুও আমরা জেগে থাকবো’

| বুধবার , ২৩ এপ্রিল, ২০২৫ at ৫:১৪ পূর্বাহ্ণ

ফিলিস্তিনিদের কষ্ট এক দীর্ঘ ও হৃদয়বিদারক ইতিহাসের অংশ। সংক্ষেপে বলা যায়: ফিলিস্তিনিরা বহু দশক ধরে নিজেদের ভূমি, অধিকার ও স্বাধীনতার জন্য সংগ্রাম করে যাচ্ছে। ১৯৪৮ সালে ইসরায়েলের প্রতিষ্ঠার পর লাখ লাখ ফিলিস্তিনি নিজেদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ হয়। এরপর থেকে তারা শরণার্থী, দখল, অবরোধ এবং বারবার যুদ্ধের মুখোমুখি হচ্ছে। গাজা ও পশ্চিম তীরে তাদের জীবন ঘিরে আছে দারিদ্র্য, বেকারত্ব, চিকিৎসা ও শিক্ষার সংকট, চলাফেরার স্বাধীনতা সীমিত। প্রতিদিনের জীবনে তাদের সংগ্রাম শুধু টিকে থাকার জন্য, ন্যায্য অধিকার আদায়ের জন্য। এই কষ্ট শুধু রাজনীতি নয় মানবতার প্রশ্ন। ফিলিস্তিনির এই দুর্দশার কথা নিয়ে ১৯ এপ্রিল জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম এর মিলনায়তনে নরেন একাডেমি ‘ফিলিস্তিন তোমাকে! তবুও আমরা জেগে থাকবো’ শিরোনাম এ আয়োজন করেছিল আবৃত্তি ও মুকাভিনয় এর মেলবন্ধন। অনুষ্ঠানে নরেন আবৃত্তি একাডেমির আবৃত্তি শিল্পী ছাড়া আবৃত্তি পরিবেশন করে আমন্ত্রিত আবৃত্তি সংগঠনের আবৃত্তি শিল্পীবৃন্দ, মুকাভিনয় পরিবেশন করেন প্যান্টোমাইম মুভমেন্ট ও সাইলেন্ট থিয়েটার। প্যালেস্টাইন শিরোনামে মেজবাহ চৌধুরীর রচনা ও নির্দেশনায় মুকাভিনয় পরিবেশন করেন সাইলেন্ট থিয়েটার, চেয়ার শিরোনামে দেবাংশ হোরের রচনা সোলেমান মেহেদীর নির্দেশনায় মুকাভিনয় পরিবেশন করে প্যান্টোমাইম মুভমেন্ট। আবহ সংগীতে দিদারুল আলম আলোক পরিকল্পনায় আজমল নবীন, উপস্থাপনায় মারওয়া আনজুমানে জান্নাত ও ইশফাক শুভ সার্বিক ব্যবস্থাপনায় আলাউদ্দিন ফরহাদ ও হ্যাপী চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধরম্যকথার চাবুক ‘উল্টো থেকে’
পরবর্তী নিবন্ধকক্সবাজার সৈকতে সন্তানদের নিয়ে পরীমণি