শিল্পকলায় ‘কমলা সুন্দরীর কিস্‌সা’ মঞ্চস্থ হবে

| বুধবার , ২০ নভেম্বর, ২০২৪ at ১১:১০ পূর্বাহ্ণ

আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যে ৭টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গণায়ন নাট্য সম্প্রদায়এর ‘কমলা সুন্দরীর কিস্‌সা’ নাটকের ২৪তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এটি বাংলাদেশের একটি প্রচলিত লোকগাথা। এটি নারী ও শিশু নির্যাতন বিরোধী একটি নাটক। নাটকটির নির্দেশনায় রয়েছেন বাপ্পা চৌধুরী। আলোক নির্দেশনায় আছেন অনির্বাণ ভট্টাচার্য্য। পোশাক পরিকল্পনায় শাকিলা তাসনিম কাজরী, কোরিওগ্রাফি শারাবান তাহুরা কুমকুম, ঢোল বাদনে অভিজিৎ ভট্টাচার্য্য, বাঁশিতে মো. বাপ্পী রাজ। সামগ্রিক তত্ত্বাবধানে আছেন অধ্যাপক ম. সাইফুল আলম চৌধুরী। নাটকের অংশগ্রহণকারী কুশীলবরা হলেন তৌহিদ হাসান ইকবাল, বাপ্পী হায়দার, সজল দে, মো. রায়হান, আসাদ বিন রহমান, অনিমেশ দাশগুপ্ত, পারমিতা চৌধুরী, শারমিন আহমেদ ঐশ্বর্য, জ্যোতির্ময় বড়ুয়া, সায়হাম মাহমুদ, রাইসা, পূজা, এ্যানি, জেমিমা খান, অমৃতা, ইমন দেবনাথ ও অর্নব দাশ।

পূর্ববর্তী নিবন্ধদিন চলে যায়, কিন্তু রয়ে যায় সুবীর নন্দীর সুর আর গায়কী
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১১.১০ কোটি টাকা