শি’র বিরুদ্ধে পুতিন-কিমকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ট্রাম্পের

| বৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:৫৯ পূর্বাহ্ণ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিরুদ্ধে রাশিয়া ও উত্তর কোরিয়ার দুই শীর্ষ নেতাকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন। এমন এক সময়ে তার এ অভিযোগ এল যখন গতকাল চীন নিজেদের সামরিক শক্তি দেখাতে বেইজিংয়ে তাদের ইতিহাসের সবচেয়ে বড় বিজয় দিবসের কুচকাওয়াজ করেছে। খবর বিডিনিউজের।

ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘প্লিজ ভ্লাদিমির পুতিন ও কিম জং উনকে আমার উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দিন, যখন আপনারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।’ চীন, রাশিয়া ও অন্যান্য দেশের ঘনিষ্ঠ সম্পর্ক বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের জন্য চ্যালেঞ্জ মার্কিন প্রেসিডেন্ট আগে এমন ধারণা উড়িয়ে দিয়েছিলেন বলে জানিয়েছে বিবিসি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ট্রাম্প দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র চীনকে যে বিপুল পরিমাণ সহায়তা ও রক্ত দিয়েছে সে কথাও উল্লেখ করেন।

ট্রাম্প বলেন, চীনের বিজয় ও গৌরবের অভিযানে বহু আমেরিকান প্রাণ হারিয়েছিলেন। আশা করি তাদের বীরত্ব ও আত্মত্যাগকে যথাযথ সম্মান দেখানো হবে, স্মরণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ২১.১১ কোটি টাকা
পরবর্তী নিবন্ধপাকিস্তানে পৃথক তিন সন্ত্রাসী হামলা,নিহত ২৫