শিরোপা স্বপ্ন শেষ আবাহনীর

| শুক্রবার , ২২ এপ্রিল, ২০২২ at ৬:২১ পূর্বাহ্ণ

শিরোপা স্বপ্ন শেষ হয়ে গেলো আবাহনীর। গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে গতকাল বৃহস্পতিবার ঢাকা প্রিমিয়ার লিগে সুপার লিগের ম্যাচে ২৭ রানে হেরেছে মোসাদ্দেক হোসেনের আবাহনী। বৃষ্টির কারণে ম্যাচটি পরিণত হয়েছিল ৩৬ ওভারে। সাভার বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৭৬ রানের বড় সংগ্রহ দাঁড় করায় গাজী গ্রুপ। ওপেনার মাহমুদুল হাসান ৬৭ বলে ৮ চার আর ৪ ছক্কায় খেলেন ৮৮ রানের এক ঝড়ো ইনিংস। এছাড়া ফাহাদ হোসেন ৪৮ বলে ৫৭, ধ্রুব সোরে ৪৩ বলে অপরাজিত ৫৫ এবং মেহেদি মারুফের ব্যাট থেকে আসে ৩১ বলে ৩৫ রান। আবাহনীর তানভীর ইসলাম ৩টি এবং কামরুল ইসলাম পান ২টি উইকেট। জবাবে দুই ওপেনার মুনিম শাহরিয়ার (৩৯ বলে ৬১) আর নাজমুল হোসেন শান্তর (৭০ বলে ৭৬) ঝড়ো শুরুর পর জয়ের পথে ভালোভাবেই ছিল আবাহনী। ২৬ ওভারে ৩ উইকেটে তাদের রান ছিল ২১০। এমন সময়ে ঘূর্ণি জাদু দেখান আল আমিন জুনিয়র। গাজী গ্রুপের এই অফস্পিনার একের পর এক উইকেট তুলে নিতে থাকেন। শান্ত, আফিফ (৪), মোসাদ্দেক (৫০ বলে ৭৩), শামীম (১১), সাইফউদ্দিনকে (২), তানভিরকে (২)। ফলে ২৪৯ রানে গুটিয়ে যায় আবাহনী। আল আমিন জুনিয়র মাত্র ২২ রান দিয়ে একাই নেন ৬ উইকেট।

পূর্ববর্তী নিবন্ধসাকিব-তামিমের লড়াইয়ে সাকিবের জয়
পরবর্তী নিবন্ধসাতকানিয়া উপজেলা ও সিএফসির জয়