অনুপ বিশ্বাস সিজেকেএস সিডিএফএ প্রথম বিভাগ ফুটবল লিগে শিরোপা দৌড়ে এগিয়ে গেছে চকবাজারের ঐতিহ্যবাহী রাইজিং স্টার ক্লাব। গতকাল শুক্রবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ৮ম রাউন্ডের খেলায় তারা ২-১ গোলে বাকলিয়া একাদশকে পরাজিত করেছে। এ জয়ে রাইজিং স্টার ক্লাব ৮ খেলা শেষে ১৫ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে অবস্থান করছে। তারা ৫টি খেলায় জয় পেয়েছে এবং ৩টি খেলায় পরাজিত হয়েছে। বাকলিয়া একাদশ গতকালের খেলায় পরাস্ত হয়ে রেলিগেশনের শংকায় পড়েছে। ৮ খেলা শেষে তাদের পয়েন্ট ৭। রেলিগেশন শংকায় আছে আরো দুটি দল। এরা হলো ফিরিঙ্গীবাজার লাকী স্টার ক্লাব এবং কর্ণফুলী ক্লাব। দু’দলের পয়েন্ট যথাক্রমে ৬ এবং ৭। দুটি দলই ৮টি খেলা শেষ করেছে।
গতকাল খেলার প্রথমার্ধে ৩৪ মিনিটে প্রথম এগিয়ে যায় রাইজিং ষ্টার ক্লাব। বক্সে হ্যান্ডবল হলে রাইজিং পেনাল্টি লাভ করে। তা থেকে মো. শরীফ গোল করেন (১-০)। এক গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে খেলতে নেমে রাইজিং ষ্টার চাপের মুখে পড়ে। বাকলিয়া বেশ কিছু আক্রমন চালায়। তা থেকে ৬৪ মিনিটে আরিফ খান গোল করলে খেলায় সমতা আসে (১-১)। এরপর রাইজিংও আক্রমণে উঠতে থাকে। খেলার শেষ দিকে একটি সুবর্ণ সুযোগ পায় তারা। কিন্তু দলের আক্রমণভাগের তৎপরতার অভাবে গোল হয়নি। তবে দু’মিনিট পরেই জয়সূচক গোল করতে সমর্থ হয় রাইজিং ষ্টার। কর্ণার থেকে আসা বল কামরান আহমেদ মিলাদ জালে ঢুকিয়ে দিলে রাইজিং স্টার ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে। গতকালের খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের খেলোয়াড় কামরান আহমেদ মিলাদ। তাকে ক্রেস্ট প্রদান করেন সিডিএফএ কাউন্সিলর মো. নুরুল পাশা। আজ বেলা ২.৪৫ টায় পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থা বনাম কিষোয়ান স্পোর্টিং ক্লাব পরস্পরের মোকাবেলা করবে।