চট্টগ্রামে প্রথমবারের মত আয়োজিত শেখ রাসেল এনএইচটি হোল্ডিংস লিঃ অনূর্ধ্ব–১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আগামীকাল। এম এ আজিজ স্টেডিয়ামে বিকেলে অনুষ্ঠিত হবে এই ফাইনাল খেলা। যাতে মুখোমুখি হবে আনোয়ারা ফুটবল একাডেমি এবং পটিয়া আবদুস সোবহান ফুটবল দল। দুই দলই জিততে চায় এই ক্ষুদে ফুটবলারদের প্রথম টুর্নামেন্টের এই শিরোপা। দু দলের কোচ ম্যানেজার সবার মুখে একটিই সংকল্প। আর তা হচ্ছে চ্যাম্পিয়ণ হওয়া। গতকাল এই ফাইনালের আগে আয়োজিত সংবাদ সম্মেলনে ফাইনালে নিজেদের পরিকল্পনার কথাও জানায় দল দুটির কোচ এবং অধিনায়ক। তবে সংবাদ সম্মেলনে জানানো হয় এরই মধ্যে টুর্নামেন্ট থেকে ৫৫ জন ফুটবলারকে বাছাই করা হয়েছে। আগামী অক্টোবর কিংবা নভেম্বরে এদের প্রশিক্ষনের ব্যবস্থা করা হবে। টুর্নামেন্টের স্পন্সর প্রতিষ্টার এনএইচটি হোল্ডিংস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানসির জানান তিনি যে দায়িত্ব নিয়েছেন সেটি তিনি যথাযথভাবে পালন করবেন। একই সাথে এই টুর্নামেন্ট নিয়মিত আয়োজনের কথাও বলেন।
আগামীকাল ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ করবেন প্রধান অতিথি সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মো. আলমগীর, সিজেকেএস সহ সভাপতি মো. হাফিজুর রহমান এবং স্পন্সর প্রতিষ্ঠান এন এইচ টি হোল্ডিংস লি. এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মো. তানসির। গতকালের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এস এম শহীদুল ইসলাম, সহ সভাপতি নজরুল ইসলাম লেদু, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম ও মশিউর রহমান চৌধুরী, সিডিএফএ সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত, যুগ্ম সম্পাদক সালাউদ্দিন জাহেদ, নির্বাহী সদস্য কাজী মো. জসিম উদ্দীন, সিজেকেএস কাউন্সিলর প্রবীণ কুমার ঘোষ, মকসুদুর রহমান বুলবুল, জাহেদ হোসেন, রায়হান উদ্দিন রুবেল, সাইফুল আলম খান, সৈয়দ নুর নবী লিটন, আলী আকবর, মোর্শেদ, সাবেক সিজেকেএস নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার জসিম উদ্দীন প্রমুখ।