ব্যান্ড শিরোনামহীনের অষ্টম অ্যালবাম ‘বাতিঘরের’ দুইটি গান শ্রোতারা বাংলা ভাষার পাশাপাশি শুনতে পাচ্ছেন ইংরেজিতেও। খবর বিডিনিউজের।
গান দুটি হল ‘রিমেম্বার মি’ ও ‘নোবডি নোজ’, এসব গানের বাংলা সংস্করণ হচ্ছে ‘এই অবেলায় ২’ ও ‘জানে না কেউ’। গান দুইটি ইংরেজিতে ভাষান্তর করেছেন শিরোনামহীনের দলনেতা, বেজ গিটারিস্ট ও গীতিকার জিয়াউর রহমান জিয়ার মেয়ে সারিকা রেশ রহমান। ২০ বছর বয়সী রেশের ওপর ভরসা করে কাজটি জিয়া করেছেন বলে জানিয়েছেন তিনি।
গ্লিটজকে তিনি বলেন, দুইটি গানই রেশকে ভরসা করে তৈরি করা। আমার মেয়ে ভাষাবিদ, তার বিভিন্ন ভাষা নিয়ে আগ্রহ রয়েছে। আর ইংরেজিতে সে বেশ পারদর্শী। গানগুলো তো স্বাভাবিক ট্রান্সলেশন না, কথাগুলো গান হতে হবে, সুর বসাতে হবে। তাই রেশের ভরসায় গানগুলো করা। একই সঙ্গে গানটি শোনা যাচ্ছে স্পটিফাই, অ্যাপল মিউজিক, আইটিউনস, অ্যামাজন, স্বাধীন অ্যাপসহ দেশি–বিদেশি সব জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্মে।
এর আগে গত অক্টোবরে প্রকাশ পেয়েছিল ‘বাতিঘর’ অ্যালবামের গান ‘ক্লান্ত কফিশপে’। পাশাপাশি দলটি এর আগে এই অ্যালবামের ‘বাতিঘর’, ‘প্রিয়তমা’, ‘জানে না কেউ’, ‘কতদূর’, ‘মা’সহ বেশ কয়েকটি গান প্রচার করেছে। শিরোনামহীনের বর্তমান লাইনআপে আছেন জিয়াউর রহমান, কাজী আহমেদ শাফিন, শেখ ইশতিয়াক, সাইমন চৌধুরী এবং সুদীপ্ত সিনহা দীপু। দলটি জানিয়েছে, তাদের ‘নবম অ্যালবামের’ কাজ শুরু হয়েছে, গান লেখার কাজও চলছে।











