শিপ ব্রেকিং ইয়ার্ডে নিরাপত্তা সরঞ্জাম বাড়ানোর পরামর্শ ইপসার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১১ ডিসেম্বর, ২০২০ at ৬:০৬ পূর্বাহ্ণ

শিপ ব্রেকিং ইয়ার্ডে সংঘটিত নানা দুর্ঘটনায় গত ১৫ বছরে মৃত্যু হয়েছে ২১৬ জন শ্রমিকের। এর মধ্যে চলতি বছরে ৭ জনসহ গত পাঁচ বছরে মারা গেছেন ৭৫ জন। প্রতিবছর শীতের শুরুতে দুর্ঘটনা বাড়ে উল্লেখ করে তাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। গতকাল উন্নয়ন সংগঠন ইপসার আয়োজনে চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে ‘জাহাজ ভাঙ্গায় নিরাপত্তার অধিকার প্রতিষ্ঠা এবং জাহাজ পুনঃ প্রক্রিয়াজাতকরণ শিল্প বিধিমালার জন্য সুপারিশ’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এসব তথ্য উপস্থাপন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ইপসার সমন্বয়কারী মোহাম্মদ আলী শাহীন। ইপসার সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. ওমর শাহেদ হিরোর সঞ্চালনায় এসময় শ্রমিকদের নিরাপত্তার অধিকার প্রতিষ্ঠায় এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। দেশের শিপ ইয়ার্ডে শ্রমিক মৃত্যু শূন্যে নিয়ে আসা এবং হংকং কনভেনশনের আলোকে গ্রিন ইয়ার্ড তৈরির মাধ্যমে আধুনিকায়নে সরকার নানাভাবে চেষ্টা করলেও দেশে গ্রিন ইয়ার্ডের সংখ্যা মাত্র একটি। এখনো অধিকাংশ ইয়ার্ডে পরিবেশ দূষণ ও শ্রমিক হতাহতের ঘটনা ঘটছে। জাহাজ ভাঙা ও পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্পে একটি বড় সমস্যা হলো এই শিল্পের অধিকাংশ শিপ ইয়ার্ডে দুর্ঘটনায় শ্রমিকদের প্রাণহানির ঘটনা অব্যাহত রয়েছে। যার কারণে এ শিল্পের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এজন্য শ্রমিকদের কাজের ক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম বৃদ্ধি ও পর্যাপ্ত প্রশিক্ষণ দিতে হবে।

পূর্ববর্তী নিবন্ধকপাল ফিরল মরণীর
পরবর্তী নিবন্ধতারুণ্যের উচ্ছ্বাসের তিন দিনের কবিতা উৎসব আজ শুরু