শিপিং প্রফেশনালস ক্লাব চট্টগ্রামের যাত্রা শুরু

| শনিবার , ১৭ মে, ২০২৫ at ৭:১২ পূর্বাহ্ণ

চট্টগ্রামে ‘শিপিং প্রফেশনালস ক্লাব চট্টগ্রাম’ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। গত ১৫ই মে আগ্রাবাদ এক্সেস রোডে ক্লাবের নতুন অফিস উদ্বোধন এবং লোগো উন্মোচনের মাধ্যমে এর সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। যেখানে শিপিং খাতের পেশাজীবী, ক্লাবের উপদেষ্টাবৃন্দ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের আহ্বায়ক আজমীর হোসেন চৌধুরী, মেম্বার সেক্রেটারি শাহাদাত হোসেন।

শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন মহিউদ্দিন শামীম, ক্যাপ্টেন শাহেদ চৌধুরী, শাহেদ সরওয়ার, ক্যাপ্টেন মজুমদার, মাইকেল রডরিগেজ, ক্যাপ্টেন সালাউদ্দিন, ক্যাপ্টেন তানভির, আব্দুল্লাহ জহির, কাজী মনসুর, সারওয়ার, মাসহুরআলম, ইকবাল, সাইফুল প্রমুখ।

এই ক্লাবের প্রতিষ্ঠা চট্টগ্রামের শিপিং খাতের পেশাজীবীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, জ্ঞান বিনিময় এবং পেশাগত উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রমের মধ্যে রয়েছে মিলনমেলা, প্রশিক্ষণ কর্মশালা, নেটওয়ার্কিং ইভেন্ট এবং শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন উদ্যোগ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লেখক পরিষদের প্রস্তুতি বৈঠক
পরবর্তী নিবন্ধআলীকদমে জিপ খাদে নিহত ১, আহত ২৩