কক্সবাজার সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সবিতা দত্ত গতকাল দুপুর সাড়ে ১২টায় কলকাতার একটি নার্সিং হোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।
কর্মজীবনে তিনি ডা. খাস্তগীর স্কুল, নাসিরাবাদ সরকারি বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন সকরারি বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। মৃত্যুকালে তিনি ১ ছেলে, ২ মেয়ে ও নাতি–নাতনিসহ বহু আত্মীয়স্বজন, ছাত্র–ছাত্রী এবং গুণাগ্রাহী রেখে গেছেন। তাঁর ছোট কন্যা ড. সুদীপা দত্ত চট্টগ্রাম সরকারি সিটি কলেজের অধ্যক্ষ পদে কর্মরত আছেন। প্রেস বিজ্ঞপ্তি।