সিটি কর্পোরেশন স্কুলের সাবেক শিক্ষিকা ঊষা চৌধুরী গতকাল রোববার রাত সাড়ে ৮টায় পরলোক গমন করেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যুকালে তিনি ১ সন্তান ও ১ কন্যাসহ অসংখ্য আত্মীয় ও গুণাগ্রাহী রেখে যান।
উল্লেখ্য, তাঁর সন্তান ডা. রাজিব কুমার চৌধুরী চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের সিনিয়র কার্ডিওলজিস্ট এবং পুত্রবধূ ডা. দেবমিত্রা চৌধুরী নিষ্কৃতি ও সূর্যের হাসি ক্লিনিক এনজিওতে কর্মরত আছেন। তাঁর জামাতা বিজয় কুমার চৌধুরী কিষান জামাল খান ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য। প্রেস বিজ্ঞপ্তি।