শিক্ষা বিস্তারে আব্দুল মাবুদ সওদাগরের অবদান অনস্বীকার্য : ড. ইফতেখার

হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয় ব্যাচ ৮১’র ঈদ পুনর্মিলনী

| শুক্রবার , ৫ মে, ২০২৩ at ৭:৩৯ পূর্বাহ্ণ

হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয়ের ব্যাচ৮১ এর ঈদ পুনর্মিলনী গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম ক্লাবে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ৮১ ব্যাচের ছাত্র ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শাহজাদা আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চবির সাবেক উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন ব্যাচ ’৮১ এর সংগঠক আলহাজ্ব এইচ.এম সোহেল। মুহাম্মদ আলমগীর আলম রাজুর সঞ্চালনায় বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, চট্টগ্রামে শিক্ষাবিস্তারে আলহাজ্ব আব্দুল মাবুদ সওদাগরের অবদান অনস্বীকার্য। ১৯৪৭ সালে তিনি ভূসম্পত্তি দান করে তাঁর মাতা বেগমজানের স্মৃতির উদ্দেশ্যে হালিশহর বেগমজান স্কুল প্রতিষ্ঠা করেন। এই বিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে হালিশহর এলাকাসহ সারা চট্টগ্রামে শিক্ষা বিস্তারে ভূমিকা রাখেন।

তিনি বলেন, আব্দুল মাবুদ সওদাগর শুধু ধর্ণাঢ্য ব্যক্তিই ছিলেন না, তিনি ছিলেন একজন আলোকিত মানুষ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়া খানেকাহ এ কাদেরিয়া সড়ক সংস্কার দাবি
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় অবৈধভাবে মাটি কাটায় লাখ টাকা জরিমানা