শিক্ষা বিষয়ে চুয়েটের সাথে লিভারপুল জন মুর্‌স ভার্সিটির সমঝোতা চুক্তি

| মঙ্গলবার , ২৫ মে, ২০২১ at ৬:৫৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর সাথে যুক্তরাজ্যের লিভারপুল জন মুর্‌স ইউনিভার্সিটির শিক্ষা ও গবেষণা বিষয়ক পারস্পারিক সহায়তার বিষয়ে একটি দ্বি-পাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। চুয়েটের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম এবং লিভারপুল জন মুর্‌স ইউনিভার্সিটির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও প্রধান নির্বাহী প্রফেসর ড. ইয়ার জি. ক্যাম্পবেল। চুক্তি স্বাক্ষরকালে চুয়েটের পক্ষে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী এবং লিভারপুল জন মুর্‌স ইউনিভার্সিটির পক্ষে সাপোর্ট অ্যাসিস্টেন্ট মি. পিটার রিচ স্বাক্ষী হিসেবে ছিলেন। সম্প্রতি কোভিড-১৯ মহামারির কারণে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভার্চুয়ালি উক্ত সমঝোতা স্মারকটি সম্পাদিত হয়।
উল্লেখ্য, যু্‌ক্তরাজ্যের কোনো বিশ্ববিদ্যালয়ের সাথে চুয়েটের এটিই প্রথম সমঝোতা স্মারক। চুক্তির আওতায় আগামী তিন বছর বিশ্ববিদ্যালয় দুটি যৌথ গবেষণা প্রকল্প গ্রহণ ও বিনিময়, একাডেমিক উন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, দ্বি-পাক্ষিক শিক্ষানবিস শিক্ষক নিয়োগ প্রভৃতি সুযোগ-সুবিধা লাভ করবে। প্রসঙ্গত, চুয়েট উক্ত বিশ্ববিদ্যালয়ের সাথে বৃটিশ সরকারের অর্থায়নে বিগত ৩ বছর যাবত দুইটি যৌথ গবেষনা প্রকল্প চালিয়ে যাচ্ছে। চুক্তি স্বাক্ষর কার্যক্রমে সার্বিক সমন্বয় করেন পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. জি.এম. সাদিকুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফিলিস্তিনের জনগণের জন্য সোলায়মান শেঠের অর্থ সহায়তা
পরবর্তী নিবন্ধসকল ধর্মই শান্তির শিক্ষা দেয়