মোছলেম উদ্দিন আহমদ এমপি বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকার শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধন করেছেন।
গত বৃহস্পতিবার সকাল ১০টায় লালখানবাজারস্থ মোছলেম উদ্দিন আহমদ এমপির বাসভবন প্রাঙ্গণে পাঁচলাইশ ওয়ার্ডস্থ সরকারি আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজের শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরকারি আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিরিন আক্তার চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অত্র কলেজের শিক্ষকদের মধ্যে নাসরীন বেগম, কাজী আজিজা বেগম, শামীম আরা বেগম, জোবাইদা খাতুন, জিন্নাত আরা চৌধুরী, মো. খালেদ, ফরিদ আহমদ, মিল্টন রায় চৌধুরী, মো. আনোয়ার হোসেন, শেখ মাহবুবুল বশর চৌধুরী, আবু সাদাত মো. সায়েম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।