শিক্ষা ও নেতৃত্ব গুণে স্কলারশিপধারীদের সমৃদ্ধ হতে হবে : আইআইইউসি ভিসি

| বৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:৩১ পূর্বাহ্ণ

আইআইইউসির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেছেন, স্কলারশিপধারী শিক্ষার্থীরা আমাদের বিশ্ববিদ্যালয়ের গর্ব। স্কলারশিপ প্রাপ্তির সুযোগ শুধু শিক্ষার জন্য নয়, এটি একটি দায়িত্বও, যা শিক্ষার্থীকে নৈতিক, সামাজিক ও নেতৃত্বগুণে সমৃদ্ধ করে। আমাদের লক্ষ্য হওয়া উচিৎ আমরা শুধু বিষয়ভিত্তিক জ্ঞানই অর্জন না করে, উদ্ভাবনী চিন্তাভাবনা, সমস্যা সমাধানের দক্ষতা এবং দলগত কাজের মাধ্যমে উম্মাহর ভবিষ্যৎ নেতৃত্বের জন্য নিজেদের প্রস্তুত করা। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আন্তর্জাতিক বিষয়ক ও শিক্ষার্থী কল্যাণ বিভাগের আয়োজনে দিয়ানত ফাইন্ডেশন ও ওয়ামি স্কলারশিপধারীদের জন্য আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রশিক্ষণ কর্মসূচির মূল প্রতিপাদ্য ছিল উম্মাহর নেতৃত্বের জন্য তরুণদের ক্ষমতায়ন।

অনুষ্ঠানে মূল বক্তব্য রাখেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক ভাইসচ্যান্সেলর ড. চৌধুরী মাহমুদ হাসান। তিনি বলেন, প্রশিক্ষণ কর্মসূচি শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা এবং অত্মবিশ্বাসকে একত্রিত করার একটি সুযোগ।

বোর্ড অব ট্রাস্টিজের ভাইসচেয়ারম্যান মুহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আ ন ম শামসুল ইসলাম, বোর্ড সদস্য প্রফেসর ড. আবু বকর রফিক, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান প্রমুখ। অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন ইংরেজী বিভাগের অধ্যাপক ড. আজিজুল হক ও আন্তর্জাতিক শিক্ষা ও ছাত্রকল্যাণ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মুহাম্মদ মাহফুজুর রহমান।

বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আ ন ম শামসুল ইসলাম বলেন, অমাদের মূল উদ্দেশ্য হলো যুবসমাজকে নৈতিকতার সঙ্গে শিক্ষিত করা এবং এমন একটি প্রজন্ম গড়ে তোলা, যারা দেশ, সমাজ এবং সমগ্র পৃথিবীর নেতৃত্ব দিতে সক্ষম হবে। জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে গড়ে তোলা এই শিক্ষাব্যবস্থা ভবিষ্যতেও জাতি ও বিশ্ব মানবতার কল্যাণে অবদান রাখবে এটাই বিশ্ববিদ্যালয়ের দৃঢ় অঙ্গীকার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩১ পরিবার পেল ১২ লাখ ৬৮ হাজার টাকা
পরবর্তী নিবন্ধমানুষ একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের অপেক্ষায় আছে