শিক্ষা উপমন্ত্রী নওফেলের পক্ষে পানিবন্দি মানুষকে খাবার বিতরণ

আজাদী প্রতিবেদন | সোমবার , ৭ আগস্ট, ২০২৩ at ৫:৫২ পূর্বাহ্ণ

অতিভারী বর্ষণ ও জোয়ারের কারণে চট্টগ্রাম৯ আসনের অন্তর্গত চার ওয়ার্ডে পানিবন্দি মানুষের মাঝে গতকাল রবিবার সন্ধ্যার পর থেকে রান্না করা খাবার বিতরণ করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি। নগরীর ১৬নং চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর নুর মোস্তফা টিনু, ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে নগর আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক মোহাম্মদ শহীদুল আলম, ১৮নং পূর্ব বাকলিয়া ওয়ার্ডে কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, ১৯নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে কাউন্সিলর নুরুল আলম মিয়া, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর শাহীন আক্তার রোজী শিক্ষা উপমন্ত্রীর পক্ষে পানিবন্দি মানুষের মাঝে উক্ত খাদ্যসামগ্রী বিতরণ করেন। ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা দুর্যোগে, দুর্দিনে সবার আগে এগিয়ে আসে। যার শিক্ষা প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের দিয়েছেন। বিভিন্ন মাধ্যমে জানতে পারলাম ভারী বর্ষণ ও জোয়ারের ফলে পানিবন্দি অনেক ঘরে রান্না করা সম্ভব হয়নি। তাই তাদের পাশে থাকার আমার এই ক্ষুদ্র চেষ্টা। যখনই যে বিপদই আসুক আমি আমার নির্বাচনী এলাকার মানুষের পাশে থাকবো সব সময়।

পূর্ববর্তী নিবন্ধচান্দগাঁও ওয়ার্ডে পানিবন্দি মানুষের মাঝে খাবার বিতরণ
পরবর্তী নিবন্ধসড়ক কেটে দখল, ধসে পড়েছে বৈদ্যুতিক খুঁটি