বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি (বাকবিশিস) চট্টগ্রামের সেমিনার গত ৫ অক্টোবর হালিশহরস্থ চট্টগ্রাম গার্হস্থ্য অর্থনীতি সিটি কর্পোরেশন কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বাকবিশিস চট্টগ্রাম জেলা সভাপতি অধ্যক্ষ নুরুল আফসারের সভাপতিত্বে উপাধ্যক্ষ দেবপ্রিয় বড়ুয়ার সঞ্চালনায় শুরুতে করোনাকালীন প্রয়াত শিক্ষক, শিল্পী, সাহিত্য্যিক ও বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জ্ঞাপন করে শোক প্রস্তাব পাঠ করেন অধ্যাপক মো. সাইফুদ্দিন মোরশেদ। বিশ্ব শিক্ষক দিবস বিষয়ে প্রবন্ধ পাঠ করেন উপাধ্যক্ষ বশির উদ্দিন আহমদ কনক। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাকবিশিস কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক উত্তম চৌধুরী, বিভাগীয় সভাপতি অধ্যাপক তড়িৎ কুমার ভট্টাচার্য, অধ্যক্ষ বেগম আলম আকতার, অধ্যক্ষ শিমুল বড়ুয়া, অধ্যক্ষ কৃষ্ণ কুমার দত্ত, অধ্যক্ষ সুধীর চক্রবর্তী, অধ্যাপক অজিত দাশ, অধ্যাপক সামিরা কুমকুম, অধ্যাপক এ জেড এম বোরহান উদ্দিন। বক্তারা বলেন, শিক্ষাব্যবস্থার জাতীয়করণ শুধু শিক্ষক সমাজের প্রাণের দাবি নয়, দেশের জন্য সময়ের দাবি। শিক্ষার সামগ্রিক দায়িত্ব সরকারকে নিতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।