শিক্ষার প্রসার ও দৃষ্টিভঙ্গির পরিবর্তনেই নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে

জেএসইউএস পারায়ণ প্রকল্পের জেলা পর্যায়ের অবহিতকরণ সভা

| শুক্রবার , ২৫ জুলাই, ২০২৫ at ৬:০৪ পূর্বাহ্ণ

নারী পুরুষ উভয়কেই কাজ করতে হবে তবেই টেকসই উন্নয়ন সম্ভব। নারীদের সম্পত্তির অধিকার নিশ্চিত করা, বাল্যবিবাহ ও যৌতুকপ্রথা রোধ করার ক্ষেত্রে সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে।পাশাপাশি শিক্ষার প্রসার ঘটনার পাশাপাশি আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করা গেলে নারীর ক্ষমতায়ন সম্ভব। এতে করে নারী উন্নয়নের পথ সহজ ও সুনিশ্চিত হবে। নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ডের অর্থায়নে অপরাজেয় বাংলাশের সহায়তায় যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা ( জেএসইউএস) বাস্তবায়নরত পারায়ণ প্রকল্পের জেলা পর্যায়ের অবহিতকরণ সভায় চট্টগ্রামজেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার রাকিবুল ইসলাম উপরোক্ত মন্তব্য করেন।জেএসইউএস নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীনের সভাপতিত্বে নগরীর থিয়েটার ইন্সটিটিউট গ্যালারী হলে ২৩ জুলাই অনুষ্ঠিত সভায় মূখ্য আলোচক ছিলেন অপরাজেয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক উন্নয়ন সংগঠক ওয়াহিদা বানু। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস, এম, আবদুর রহমান, মহানগর পিপি অ্যাডভোকেট মফিজুল হক ভূইয়া ও থানা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোরশেদ।

দিলরুবা খানম ছুটির উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন কবি সাঈদুল আরেফীন। মূখ্য আলোচক ওয়াহিদা বানু বলেন, আমরা নারীও শিশু সচেতনতার সাথে তাদের চাহিদা মোতাবেক উন্নয়নে কাজ করে যাচ্ছি। তিনি বলেন, বিচ্ছেদকে সমাধান মনে না করে মীমাংসাকে প্রধান্য দিয়ে আইনী সহায়তা দিতে চাই। এতে নারীরা সরাসরি তাদের মতামতের প্রতিফলন ঘটাতে সক্ষম হবে। পরে ও মুক্ত আলোচনায় বিভিন্ন স্টেকহোল্ডারদের প্রশ্নোত্তরের তিনি জবাব দেন। ধারণাপত্র পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন জেএসইউএস সহকারী পরিচালক আরিফুল ইসলাম। বক্তব্য রাখেন উৎপল বড়ুয়া, মো. এরশাদুল ইসলাম, সুপ্তা দত্ত, আল রাহমান, আশরাফি বিনতে মোতালেব, মোহাম্মমদ মহিন উদ্দিন, মল্লিকা বড়ুয়া, নোমান উল্লাহ বাহার, শম্পা কে নাহার, জিনাত আরা বেগম, আনিস খোকন, শিক্ষক জয়া বল তপু, আরজু বেগম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচান্দগাঁওয়ে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৫
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগের সেমিনার