শিক্ষার প্রসারে অবকাঠামো উন্নয়নে পরিকল্পনা সিআইইউর

| বৃহস্পতিবার , ৬ মে, ২০২১ at ১০:২৩ পূর্বাহ্ণ

শিক্ষার গুণগতমান ও ছাত্রছাত্রীদের সুযোগ সুবিধা বৃদ্ধি করার লক্ষে অবকাঠামো উন্নয়নে পরিকল্পনা হাতে নিয়েছে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ)। গত ৪ মে বোর্ড অব ট্রাস্টির অনলাইন বৈঠকে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রমকে আরও গতিশীল রাখতে নানামুখী পরামর্শ দেন ট্রাস্টির সদস্যরা। এ সময় শিক্ষার্থীদের জ্ঞানের প্রসারে প্রযুক্তিগত ও ভৌত অবকাঠামোগত উন্নয়নসহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান তৌহিদ সামাদ। তিনি বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে শিক্ষার উন্নয়নে অনেক এগিয়ে গেছে সিআইইউ। মানসম্মত শিক্ষা ছড়িয়ে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।
সিআইইউর উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী বলেন, করোনার সংক্রমণ শিক্ষাক্ষেত্রে বড় চাপ তৈরি করেছে। একদিকে সিলেবাস, অন্যদিকে সময়ের যুদ্ধ দুটোই নতুন করে ভাবাচ্ছে প্রতিষ্ঠান, শিক্ষার্থী ও অভিভাবকদের।
বৈঠকে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টির সদস্য সৈয়দ মাহমুদুল হক, এ কাইয়ূম খান, ইসমাইল দোভাষ, প্রকৌশলী আলী আহমেদ, আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, মির্জা সালমান ইস্পাহানি, সাফিয়া গাজী রহমান, আমিনুর রেজা খান, লুৎফে এম আইয়ুব, আমিনুজ্জামান ভূঁইয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও বোর্ড অব ট্রাস্টির সচিব আনজুমান বানু লিমা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধশেখ রাসেল শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধা বঞ্চিতরা পেল ঈদ উপহার
পরবর্তী নিবন্ধবন্দর চেয়ারম্যান ও কাস্টম কমিশনারের সহযোগিতা চায় বিজিএমইএ